ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

    নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা এনসিপির, শহীদ মিনারে সমাবেশে জনতার ঢল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ শুরু হয়েছে আজ রোববার বিকেলে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, বিকেল ৫টার দিকে শুরু হয় এই বহুল প্রত্যাশিত কর্মসূচি।

    সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে এসে যোগ দেন। শহীদ পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে আহতরাও উপস্থিত ছিলেন শহীদ মিনারের বেদীতে।

    সমাবেশের প্রধান আকর্ষণ ছিল ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার পাঠ করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, নাগরিক মর্যাদা, ন্যায়বিচার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণসহ রাষ্ট্রের সর্বস্তরে গঠনমূলক পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে এই ইশতেহারে।

    এনসিপি নেতারা জানান, ‘নতুন বাংলাদেশ’ কোনো কল্পনা নয়, এটি একটি স্পষ্ট রূপরেখা। ইশতেহারে জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে। শেখ হাসিনাসহ গণ-অভ্যুত্থানের শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি তোলেন তারা।

    সমাবেশ শুরুর আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে জনগণের পাশে আছে। এই সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, কীভাবে দেশের প্রতিটি খাতে সত্যিকারের পরিবর্তন আনতে চাই। এই ইশতেহার শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি হলো একটি নতুন বাংলাদেশের দিকনির্দেশনা।”

    শহীদ মিনারে জমায়েত হওয়া হাজারো নেতাকর্মী ও সমর্থকরা হাততালিতে ও স্লোগানে সাড়া দেন ঘোষণায়। এনসিপি বলেছে, এই ইশতেহার এখন দেশের প্রতিটি নাগরিকের হাতে পৌঁছে দেওয়া হবে— কারণ, “নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্মই।”

    নিউজটি শেয়ার করুন

    নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা এনসিপির, শহীদ মিনারে সমাবেশে জনতার ঢল

    আপডেট সময় ০৬:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

    রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ শুরু হয়েছে আজ রোববার বিকেলে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, বিকেল ৫টার দিকে শুরু হয় এই বহুল প্রত্যাশিত কর্মসূচি।

    সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে এসে যোগ দেন। শহীদ পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে আহতরাও উপস্থিত ছিলেন শহীদ মিনারের বেদীতে।

    সমাবেশের প্রধান আকর্ষণ ছিল ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার পাঠ করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, নাগরিক মর্যাদা, ন্যায়বিচার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণসহ রাষ্ট্রের সর্বস্তরে গঠনমূলক পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে এই ইশতেহারে।

    এনসিপি নেতারা জানান, ‘নতুন বাংলাদেশ’ কোনো কল্পনা নয়, এটি একটি স্পষ্ট রূপরেখা। ইশতেহারে জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে। শেখ হাসিনাসহ গণ-অভ্যুত্থানের শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি তোলেন তারা।

    সমাবেশ শুরুর আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে জনগণের পাশে আছে। এই সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, কীভাবে দেশের প্রতিটি খাতে সত্যিকারের পরিবর্তন আনতে চাই। এই ইশতেহার শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি হলো একটি নতুন বাংলাদেশের দিকনির্দেশনা।”

    শহীদ মিনারে জমায়েত হওয়া হাজারো নেতাকর্মী ও সমর্থকরা হাততালিতে ও স্লোগানে সাড়া দেন ঘোষণায়। এনসিপি বলেছে, এই ইশতেহার এখন দেশের প্রতিটি নাগরিকের হাতে পৌঁছে দেওয়া হবে— কারণ, “নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্মই।”