নতুন রাজনৈতিক দল ‘ইউএলপি’র আত্মপ্রকাশ, চেয়ারম্যান আমিনুল ইসলাম

- আপডেট সময় ০৫:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
রাজনীতির ময়দানে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করলো ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি)। বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ইউএলপির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম, এবং ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান খান। অনুষ্ঠানে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবির সঞ্চালনার দায়িত্ব পালন করেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর) ও ১২ দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “ড. ইউনূস নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে রাজনৈতিক ষড়যন্ত্র এখনও থেমে নেই। আশা করি দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সৈয়দ এহসানুল হুদা (সমন্বয়ক, ১২ দলীয় জোট ও চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দল) মাস্টার এমএ মান্নান (চেয়ারম্যান, নয়া গণতান্ত্রিক পার্টি) আবু হানিফ (মহাসচিব, বাংলাদেশ কল্যাণ পার্টি) ড. গোলাম মহিউদ্দিন ইকরাম (মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ) মুফতি জাকির হোসেন (সাংগঠনিক সম্পাদক, জমিয়ত) মুফতি শওকত আমিন (সিনিয়র ভাইস চেয়ারম্যান, ইসলামী ঐক্যজোট) ফিরোজ মাহমুদ লিটন (চেয়ারম্যান, পিএনপি) কাজী ইমরুল কায়েস (মহাসচিব, নয়া গণতান্ত্রিক পার্টি)
অনুষ্ঠানের শেষাংশে ইউএলপির চেয়ারম্যান ও মহাসচিবের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং মুনাজাত পরিচালনা করেন ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। বক্তারা বলেন, “দেশবিরোধী ষড়যন্ত্রে যারা জড়াবে, তাদের পরিণতিও এক সময় শেখ হাসিনার মতো হবে। আওয়ামী লীগ যেমন অতীতে লুটপাট করেছে, এখন অন্যরাও একই পথে হাঁটছে—এটা আর চলতে দেওয়া যাবে না।”
তারা আরও বলেন, “যারা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন, চব্বিশে গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন পূরণে আজ প্রয়োজন সৎ ও সাহসী নেতৃত্বের। ন্যায়ের সংগ্রাম ছাড়া শহীদদের রক্তের মূল্য দেওয়া সম্ভব নয়।”