ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

    নতুন রাজনৈতিক সংকটে বেনিয়ামিন নেতানিয়াহু

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    নতুন রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়ে গেছে ইহুদিবাদী কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)। সামরিক নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দলটি সরকার থেকে সরে দাঁড়ায়। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজে দলের ছয়জন সংসদ সদস্য সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছেন। এর ফলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী-ধর্মভিত্তিক জোট সরকারের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৬১ আসনে, যা ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট কনেসেটে টিকে থাকার সর্বনিম্ন সীমা।

    দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, বিশেষ করে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির বিষয়টি উপেক্ষা করেছে।” তাই তারা জোট ও সরকার থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    দীর্ঘদিন ধরেই কট্টর ইহুদি দলগুলো দাবি করে আসছিল যে, ইয়েশিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া যাবে না। তারা মনে করেন, এই অব্যাহতির প্রতিশ্রুতি ছিল তাদের সঙ্গে করা জোট চুক্তির একটি মৌলিক শর্ত।

    তবে আরেকটি গুরুত্বপূর্ণ কট্টরপন্থি দল শাস জোটে থাকবে নাকি বেরিয়ে আসবে—এখনও সেটি নিশ্চিত নয়। এর আগে ২০২৪ সালের জুন মাসে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঠিক আগে নেতানিয়াহুর সরকার একই সংকটে পড়েছিল। তখন আপোসের মাধ্যমে সামরিক নিয়োগ বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং জোট সরকার রক্ষা পায়। কিন্তু এবার ইউটিজে’র সরে যাওয়া নেতানিয়াহুকে চাপে ফেলেছে এবং তার সরকারকে হুমকির মুখে ফেলেছে।

    সংক্ষেপে: নেতানিয়াহুর জোট সরকার এখন দাঁড়িয়ে আছে টিকে থাকার সীমানায়, এবং সামনে আরো রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    নতুন রাজনৈতিক সংকটে বেনিয়ামিন নেতানিয়াহু

    আপডেট সময় ০৭:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

    নতুন রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়ে গেছে ইহুদিবাদী কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)। সামরিক নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দলটি সরকার থেকে সরে দাঁড়ায়। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজে দলের ছয়জন সংসদ সদস্য সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছেন। এর ফলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী-ধর্মভিত্তিক জোট সরকারের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৬১ আসনে, যা ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট কনেসেটে টিকে থাকার সর্বনিম্ন সীমা।

    দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, বিশেষ করে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির বিষয়টি উপেক্ষা করেছে।” তাই তারা জোট ও সরকার থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    দীর্ঘদিন ধরেই কট্টর ইহুদি দলগুলো দাবি করে আসছিল যে, ইয়েশিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া যাবে না। তারা মনে করেন, এই অব্যাহতির প্রতিশ্রুতি ছিল তাদের সঙ্গে করা জোট চুক্তির একটি মৌলিক শর্ত।

    তবে আরেকটি গুরুত্বপূর্ণ কট্টরপন্থি দল শাস জোটে থাকবে নাকি বেরিয়ে আসবে—এখনও সেটি নিশ্চিত নয়। এর আগে ২০২৪ সালের জুন মাসে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঠিক আগে নেতানিয়াহুর সরকার একই সংকটে পড়েছিল। তখন আপোসের মাধ্যমে সামরিক নিয়োগ বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং জোট সরকার রক্ষা পায়। কিন্তু এবার ইউটিজে’র সরে যাওয়া নেতানিয়াহুকে চাপে ফেলেছে এবং তার সরকারকে হুমকির মুখে ফেলেছে।

    সংক্ষেপে: নেতানিয়াহুর জোট সরকার এখন দাঁড়িয়ে আছে টিকে থাকার সীমানায়, এবং সামনে আরো রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।