ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

    নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত, আহত ২

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    নাটোরের বড়াইগ্রামে আজ বুধবার সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন আরও দুজন। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আইড়মারি এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে কেবল মাইক্রোবাসচালক রুবেল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা এবং বয়স আনুমানিক ৩২ বছর।

    বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে একজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ ঘটায়।

    ওসি ইসমাইল হোসেন জানান, নিহত ও আহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এখনো তাঁদের পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। পুলিশ তাকে খুঁজছে।

    এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।

    নিউজটি শেয়ার করুন

    নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত, আহত ২

    আপডেট সময় ১২:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

    নাটোরের বড়াইগ্রামে আজ বুধবার সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন আরও দুজন। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আইড়মারি এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে কেবল মাইক্রোবাসচালক রুবেল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা এবং বয়স আনুমানিক ৩২ বছর।

    বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে একজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ ঘটায়।

    ওসি ইসমাইল হোসেন জানান, নিহত ও আহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এখনো তাঁদের পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। পুলিশ তাকে খুঁজছে।

    এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।