নির্বাচনের প্রস্তুতির আহ্বান মির্জা ফখরুলের: মানুষের ভালোবাসা অর্জন করতে হবে বিএনপিকে

- আপডেট সময় ০৮:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি শুরু করুন। মানুষের ভালোবাসা অর্জন করুন, যেন তারা বলে, ‘বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নেই।’ এই বিশ্বাস জনগণের মধ্যে তৈরি করতে হবে। এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে।
সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) ও এ জেড এম জাহিদ হোসেন।
দ্রুত নির্বাচনের দাবি
বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন আয়োজনের বিষয়ে মত দিয়েছেন। সরকার ও অন্যান্য রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই—নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে পড়বে। তিনি হুঁশিয়ার করে বলেন, “নির্বাচন না হলে দেশে বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। তাই প্রয়োজন জনগণের সমর্থনপুষ্ট একটি নির্বাচিত সরকার।
রাজনৈতিক শুদ্ধতার আহ্বান
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেন এমন কিছু না করেন, যাতে কেউ আপনাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারে। জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাস—এসব থেকে দূরে থাকতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে আমাদের আচরণ দিয়ে, ত্যাগ দিয়ে, নিষ্ঠা দিয়ে।
ফ্যাসিবাদবিরোধী লড়াই ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
গত ১৫ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের ত্যাগ তুলে ধরে ফখরুল বলেন, “হাজারো মিথ্যা মামলা, কারাবরণ, নির্যাতন—সবকিছুর মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে পৌঁছেছি। শেখ হাসিনা এমনি এমনি ক্ষমতা ছেড়ে পালাননি, এটা বহু মানুষের রক্ত ও ত্যাগের ফল। তিনি আরও বলেন, “আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে। মানুষ ভোট দিতে পারবে, মত প্রকাশ করতে পারবে, বাকস্বাধীনতা ভোগ করতে পারবে।
শহীদদের সম্মান ও স্মরণসভা
সভা শেষে বিকেলে মির্জা ফখরুল নগরের দরগাগেট এলাকায় সিলেট জেলা বিএনপি আয়োজিত জুলাই-আগস্টে শহীদ বীর সন্তানদের স্মরণ ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু), এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির প্রমুখ।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে মির্জা ফখরুল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেট সফরের মাধ্যমে বিএনপি নেতারা সংগঠনকে মাঠে সক্রিয় করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।