ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

    নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর, নির্বাহী ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের জিলা স্কুল ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    অভিযান চলার সময় ক্ষুব্ধ চালক ও শ্রমিকরা শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের হাজারো যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

    ঘটনাস্থলে উপস্থিত চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলা স্কুল ও পৌর বাজার এলাকায় অবৈধ মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপ স্ট্যান্ড উচ্ছেদে যান। এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেকু মেশিনচালক কয়েকটি গাড়ি চাপা দিয়ে ভেঙে ফেলেন। এতে ক্ষুব্ধ শ্রমিকরা ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন এবং উত্তেজিত হয়ে তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান জিলা স্কুলের সামনে ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পাশের ফুটপাত থেকে অবৈধ গাড়ি উচ্ছেদে গেলে তাঁকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা তাকেও আটকে রাখে। পরে বেলা দেড়টার দিকে সেনাবাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

    এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় পুলিশের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

    নিউজটি শেয়ার করুন

    নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর, নির্বাহী ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

    আপডেট সময় ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

    নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের জিলা স্কুল ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    অভিযান চলার সময় ক্ষুব্ধ চালক ও শ্রমিকরা শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের হাজারো যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

    ঘটনাস্থলে উপস্থিত চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলা স্কুল ও পৌর বাজার এলাকায় অবৈধ মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপ স্ট্যান্ড উচ্ছেদে যান। এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেকু মেশিনচালক কয়েকটি গাড়ি চাপা দিয়ে ভেঙে ফেলেন। এতে ক্ষুব্ধ শ্রমিকরা ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন এবং উত্তেজিত হয়ে তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান জিলা স্কুলের সামনে ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পাশের ফুটপাত থেকে অবৈধ গাড়ি উচ্ছেদে গেলে তাঁকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা তাকেও আটকে রাখে। পরে বেলা দেড়টার দিকে সেনাবাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

    এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় পুলিশের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।