সংঘর্ষে আহত নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে, আইসিইউতে চিকিৎসাধীন

- আপডেট সময় ১১:২৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও পরবর্তী আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তার কিছুটা হুঁশ ফিরেছে। দলের পক্ষ থেকে সবার কাছে নুরের জন্য দোয়া কামনা করা হয়েছে। স্ট্যাটাসের সঙ্গে দুটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায়— নুর হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় নুর গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, তার মুখ ও বুক রক্তাক্ত অবস্থায় রয়েছে। নাক ফেটে যায় এবং তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে নুরুল হক নুর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে আছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।