ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

    নুরের ওপর হামলার জেরে তোপের মুখে ডিএমপি, অবস্থা সংকটাপন্ন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এই সংঘর্ষে দলের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বিশেষ করে, ঘটনার সময় লাল শার্ট পরা এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করে ছাত্রনেতা সম্রাটকে মারধর করলে এই সমালোচনা আরও তীব্র হয়। ডিএমপি এখনও ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

    এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসেছেন। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছে। লাল শার্ট পরা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

    আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার জ্ঞান ফিরেছে এবং সিটিস্ক্যান করা হয়েছে। তার চিকিৎসায় ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হলেও তা বন্ধ হয়েছে। তবে তিনি আগামী ৪৮ ঘণ্টার আগে শঙ্কামুক্ত নন।

    এদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে বক্তব্য দিয়ে পরিষ্কার করতে হবে, তিনি এ ঘটনার নির্দেশনা দিয়েছেন কি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকেও বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকের এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কি না, তা জানতে চাই।”

    নিউজটি শেয়ার করুন

    নুরের ওপর হামলার জেরে তোপের মুখে ডিএমপি, অবস্থা সংকটাপন্ন

    আপডেট সময় ০৪:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

    রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এই সংঘর্ষে দলের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বিশেষ করে, ঘটনার সময় লাল শার্ট পরা এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করে ছাত্রনেতা সম্রাটকে মারধর করলে এই সমালোচনা আরও তীব্র হয়। ডিএমপি এখনও ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

    এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসেছেন। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছে। লাল শার্ট পরা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

    আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার জ্ঞান ফিরেছে এবং সিটিস্ক্যান করা হয়েছে। তার চিকিৎসায় ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হলেও তা বন্ধ হয়েছে। তবে তিনি আগামী ৪৮ ঘণ্টার আগে শঙ্কামুক্ত নন।

    এদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে বক্তব্য দিয়ে পরিষ্কার করতে হবে, তিনি এ ঘটনার নির্দেশনা দিয়েছেন কি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকেও বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকের এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কি না, তা জানতে চাই।”