নেপালে দুর্নীতির প্রতিবাদে সহিংস বিক্ষোভ, নিহত ৬

- আপডেট সময় ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
হিমালয় কন্যা নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।
রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এসব সংঘাতে ইতোমধ্যেই ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি আদেশের পরই বিক্ষোভের সূত্রপাত ঘটে। সোমবার রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বর এলাকা থেকে প্রথম বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যে তা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে।
এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। আন্দোলন দমনে নেপালের আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। বিক্ষোভকারীরা মুহূর্তে মুহূর্তে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন এবং ইতোমধ্যেই বেশ কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছেন।