ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

    পদত্যাগ করলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৩:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

    জানা গেছে, তার পদত্যাগের পেছনে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি চাপ। গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে নিয়ে পদত্যাগের পরামর্শ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের প্রেক্ষিতে ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে পাঁচ সদস্য অন্তর্ভুক্ত করা হয় এবং চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তাকে এ পদে বসানো হয় বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে।

    তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং অবশেষে তাকে পদত্যাগের নির্দেশ দেয়। বর্তমানে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা চলছে বলে জানা গেছে। ব্যাংকের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ নীতিনির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    নিউজটি শেয়ার করুন

    পদত্যাগ করলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান

    আপডেট সময় ০৩:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

    ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

    জানা গেছে, তার পদত্যাগের পেছনে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি চাপ। গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে নিয়ে পদত্যাগের পরামর্শ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের প্রেক্ষিতে ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে পাঁচ সদস্য অন্তর্ভুক্ত করা হয় এবং চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তাকে এ পদে বসানো হয় বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে।

    তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং অবশেষে তাকে পদত্যাগের নির্দেশ দেয়। বর্তমানে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা চলছে বলে জানা গেছে। ব্যাংকের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ নীতিনির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।