ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

    পাথর কান্ড শেষ না হতেই এবার বিমান বাংলাদেশের ১০টি চাকা নিখোঁজ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের দুই কর্মী এসব চাকা চুরি করে একটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

    বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি চাকার দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে নিখোঁজ হওয়া ১০টি চাকায় আনুমানিক প্রায় এক কোটি টাকার ক্ষতি হতে পারে। যদিও চাকার ব্যবহার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবুও সেগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারের পাশে অবস্থিত ‘অকশন শেডে’ সংরক্ষিত ছিল। কীভাবে সেগুলো শেড থেকে অদৃশ্য হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

    গত সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডি করেন। তবে সেখানে ঘটনাটি সরাসরি ‘চুরি’ হিসেবে উল্লেখ করা হয়নি। জিডিতে বলা হয়েছে, গত ১৬ আগস্ট শনিবার সন্ধ্যায় অকশন শেড থেকে উড়োজাহাজের ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি।

    জিডিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে। তাঁদের দেওয়া তথ্যমতে, দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তার কাছে চাকা দেওয়া হয়েছে ‘ব্যবহারের জন্য’। তবে বিষয়টি বিমানের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।

    বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, বিমানের পক্ষ থেকে উড়োজাহাজের চাকা নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে। পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
    প্রসঙ্গত, সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠার পরপরই উড়োজাহাজের চাকা নিখোঁজের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    পাথর কান্ড শেষ না হতেই এবার বিমান বাংলাদেশের ১০টি চাকা নিখোঁজ

    আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের দুই কর্মী এসব চাকা চুরি করে একটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

    বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি চাকার দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে নিখোঁজ হওয়া ১০টি চাকায় আনুমানিক প্রায় এক কোটি টাকার ক্ষতি হতে পারে। যদিও চাকার ব্যবহার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবুও সেগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারের পাশে অবস্থিত ‘অকশন শেডে’ সংরক্ষিত ছিল। কীভাবে সেগুলো শেড থেকে অদৃশ্য হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

    গত সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডি করেন। তবে সেখানে ঘটনাটি সরাসরি ‘চুরি’ হিসেবে উল্লেখ করা হয়নি। জিডিতে বলা হয়েছে, গত ১৬ আগস্ট শনিবার সন্ধ্যায় অকশন শেড থেকে উড়োজাহাজের ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি।

    জিডিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে। তাঁদের দেওয়া তথ্যমতে, দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তার কাছে চাকা দেওয়া হয়েছে ‘ব্যবহারের জন্য’। তবে বিষয়টি বিমানের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।

    বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, বিমানের পক্ষ থেকে উড়োজাহাজের চাকা নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে। পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
    প্রসঙ্গত, সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠার পরপরই উড়োজাহাজের চাকা নিখোঁজের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।