পাথর লুটের অভিযোগে সিলেটে সাদাপাথর পর্যটন এলাকায় দুদকের অভিযান

- আপডেট সময় ০৭:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ আগস্ট) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলামের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে। দুদক জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই লুটপাট সংঘটিত হয়েছে।
প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে সিলেটের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সাড়া ফেলেছিল। কিন্তু গত এক বছরে সেই স্থানটি থেকে অবাধে পাথর লুটের ঘটনায় মনোরম এই পর্যটন স্পটটি এখন বিরানভূমিতে পরিণত হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে সাদাপাথর থেকে পাথর লুটের সংবাদ প্রকাশিত হলে তা সারাদেশে ছড়িয়ে পড়ে এবং দেশের বিভিন্ন মহল থেকে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদ জানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথরের প্রায় ৭৫ শতাংশই গায়েব হয়ে গেছে, বাকি আছে মাত্র ২৫ শতাংশ। একসময় প্রচুর পরিমাণে সাদা পাথর দেখা যেত বলে জায়গাটির নাম ‘সাদাপাথর’ হলেও বর্তমানে পর্যটন কেন্দ্রটি অস্তিত্ব সংকটে ভুগছে।