ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

    নেপালে আটকে পড়া বাংলাদেশিদের হোটেলেই থাকতে নির্দেশ প্রধান উপদেষ্টার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    সহিংস পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের নিজ নিজ অবস্থান বা হোটেলে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে আরও বলা হয়, যারা নেপালে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেপালের উদ্দেশে কোনো ফ্লাইট গ্রহণ করবেন না। বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এই নির্দেশনা জারি করা হয়েছে।

    জরুরি প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    এদিকে, নেপালে বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৬ সদস্যের পাশাপাশি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দলও আটকে পড়েছেন। শিক্ষা সফরের অংশ হিসেবে তারা নেপালে গিয়েছিলেন। বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করা এ প্রতিনিধি দলের নির্ধারিত সব কার্যক্রম বাতিল করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    প্রসঙ্গত, ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে ছাত্র-জনতা বিক্ষোভে নামে। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১৯ জন নিহত হন। এরপর বিক্ষোভ সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং নেপালে কার্যত অচলাবস্থা তৈরি হয়। ক্রমবর্ধমান সংকট সামাল দিতে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

    নিউজটি শেয়ার করুন

    নেপালে আটকে পড়া বাংলাদেশিদের হোটেলেই থাকতে নির্দেশ প্রধান উপদেষ্টার

    আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

    সহিংস পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের নিজ নিজ অবস্থান বা হোটেলে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে আরও বলা হয়, যারা নেপালে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেপালের উদ্দেশে কোনো ফ্লাইট গ্রহণ করবেন না। বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এই নির্দেশনা জারি করা হয়েছে।

    জরুরি প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    এদিকে, নেপালে বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৬ সদস্যের পাশাপাশি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দলও আটকে পড়েছেন। শিক্ষা সফরের অংশ হিসেবে তারা নেপালে গিয়েছিলেন। বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করা এ প্রতিনিধি দলের নির্ধারিত সব কার্যক্রম বাতিল করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    প্রসঙ্গত, ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে ছাত্র-জনতা বিক্ষোভে নামে। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১৯ জন নিহত হন। এরপর বিক্ষোভ সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং নেপালে কার্যত অচলাবস্থা তৈরি হয়। ক্রমবর্ধমান সংকট সামাল দিতে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।