ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

    প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করল হাসনাত-সারজি-পাটোয়ারীরা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রতীক তালিকা থেকে শাপলা প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে পৌঁছায় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

    ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বেলা ১১টার দিকে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের উচ্চপর্যায়ের প্রতিনিধি সদস্যরা।

    এর আগে, গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের মাধ্যমে প্রতীকের তফসিল পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় ১১৫টি প্রতীক রাখা হলেও শাপলা প্রতীকটি রাখা হয়নি। একই দিন প্রস্তাবিত তালিকাটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। এনসিপি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে।

    শাপলা প্রতীক নিয়ে আগেই কয়েক দফা আলোচনা হয়েছে। এনসিপি প্রথমবারের মতো ২২ জুন দলটির নিবন্ধনের আবেদন দাখিল করে এবং সেই সময় তারা শাপলা প্রতীক দাবি করে। তারও আগে ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য একই প্রতীক দাবি করে নির্বাচন কমিশনের কাছে। দুই পক্ষই শাপলা প্রতীক পাওয়ার দাবিতে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করে।

    তবে এসব দাবির মধ্যেও চূড়ান্ত তালিকা থেকে প্রতীকটি বাদ রাখা হয়েছে। বর্তমানে দেশে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংরক্ষিত প্রতীকগুলোর বাইরে থাকা প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী এবং নতুন নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে।

    নিউজটি শেয়ার করুন

    প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করল হাসনাত-সারজি-পাটোয়ারীরা

    আপডেট সময় ১২:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

    জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রতীক তালিকা থেকে শাপলা প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে পৌঁছায় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

    ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বেলা ১১টার দিকে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের উচ্চপর্যায়ের প্রতিনিধি সদস্যরা।

    এর আগে, গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের মাধ্যমে প্রতীকের তফসিল পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় ১১৫টি প্রতীক রাখা হলেও শাপলা প্রতীকটি রাখা হয়নি। একই দিন প্রস্তাবিত তালিকাটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। এনসিপি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে।

    শাপলা প্রতীক নিয়ে আগেই কয়েক দফা আলোচনা হয়েছে। এনসিপি প্রথমবারের মতো ২২ জুন দলটির নিবন্ধনের আবেদন দাখিল করে এবং সেই সময় তারা শাপলা প্রতীক দাবি করে। তারও আগে ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য একই প্রতীক দাবি করে নির্বাচন কমিশনের কাছে। দুই পক্ষই শাপলা প্রতীক পাওয়ার দাবিতে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করে।

    তবে এসব দাবির মধ্যেও চূড়ান্ত তালিকা থেকে প্রতীকটি বাদ রাখা হয়েছে। বর্তমানে দেশে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংরক্ষিত প্রতীকগুলোর বাইরে থাকা প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী এবং নতুন নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে।