ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

    ফরিদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ১৫

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আবুল হোসেন পেট্রল পাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী। তিনি জানান, নিহতরা লোকাল বাসের যাত্রী ছিলেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মধুখালীগামী রিংক পরিবহনের একটি লোকাল বাস এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস করিমপুর এলাকায় বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

    আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে।

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    নিউজটি শেয়ার করুন

    ফরিদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ১৫

    আপডেট সময় ১২:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

    ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আবুল হোসেন পেট্রল পাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী। তিনি জানান, নিহতরা লোকাল বাসের যাত্রী ছিলেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মধুখালীগামী রিংক পরিবহনের একটি লোকাল বাস এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস করিমপুর এলাকায় বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

    আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে।

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।