ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন ছাড়া বিকল্প নেই – মির্জা ফখরুল

- আপডেট সময় ১২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের লক্ষ্য এখন একটাই—আগামী ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যেই নির্বাচন হতে হবে। এটি ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে সিদ্ধান্তে পৌঁছেছেন, তারই অংশ। এর কোনো ব্যতিক্রম হবে না।”
সোমবার (১৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডসহ দেশব্যাপী হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজন করা হয়।
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে কাকরাইল, মৎস্য ভবন হয়ে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিট ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে বেলা সাড়ে ৩টায় ছাত্রদল ‘গুপ্ত সংগঠন কর্তৃক সৃষ্ট সহিংসতা’, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিনষ্ট’ এবং ‘দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি’র প্রতিবাদে একটি মিছিল বের করে, যা শাহবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
মির্জা ফখরুল বলেন, “মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, ষড়যন্ত্র নতুন নয়। যখনই মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে।”
তিনি অভিযোগ করে বলেন, “চক্রান্তকারীরা চায় না বাংলাদেশে নির্বাচন হোক। তারা চায় না জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। তারা অশ্লীল ভাষায় তারেক রহমান সম্পর্কে কথা বলেছে, স্লোগান দিয়েছে। কিন্তু তারা ভুলে গেছে-বিএনপি বারবার সমস্ত বাধা ও আঘাত প্রতিহত করে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি হলো ফিনিক্স পাখির মতো—পুড়ে গিয়েও আবার জেগে ওঠে।”
তিনি আরও বলেন, “এই চক্রান্তকারীদের উদ্দেশ্য ভয়াবহ। তারা আবার দেশে বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্রকে কবর দিতে চায়। কিন্তু জনগণের সহযোগিতায় আমরা নিশ্চিত করব—দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট শাসন ফিরে না আসে।”
নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল আহ্বান জানান, “আমাদের ধৈর্য ধরতে হবে, কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। তারা আমাদের উত্তেজিত করার চেষ্টা করছে, যাতে আমরা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ি। কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবেই গণতন্ত্রের পথে অগ্রসর হতে হবে।”
তিনি বলেন, “যখন লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্ত হয়, তখন থেকেই তাদের মাথা গরম হয়ে গেছে। কিন্তু আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।