ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

    ফ্যাসিবাদের আশঙ্কায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক-মির্জা ফখরুল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    জুলাই-আগস্টে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থানের শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই উদ্বেগ থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন এবং বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

    বুধবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে মঙ্গলবার রাতে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপিসহ চারটি দলের নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “ফ্যাসিবাদের ছায়া আবারও দেখা যাচ্ছে। দেশের জনগণের নিরাপত্তা, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। তাই আমরা সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।”

    তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে অগ্রসর হওয়া জরুরি। এ বিষয়ে সরকারকে পরিষ্কার ঘোষণা দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।” সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “এই সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব এবং অতিরিক্ত আত্মঅহংবোধ বা ইগো। তবে আমরা মনে করি, সরকারের দুর্বলতার দিকে না তাকিয়ে যদি সদিচ্ছার দিকটা বিবেচনা করা যায়, তাহলে রাজনৈতিক সমাধানের পথ সহজ হবে। একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলেই সংকট কমে আসবে।”

    সম্প্রতি এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং সচিবালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, “এসব ঘটনা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে, যার উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা।”
    তিনি বলেন, “আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই—এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। ফ্যাসিবাদ, অরাজকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকাই এখন সময়ের দাবি।”

    নিউজটি শেয়ার করুন

    ফ্যাসিবাদের আশঙ্কায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক-মির্জা ফখরুল

    আপডেট সময় ০৫:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

    জুলাই-আগস্টে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থানের শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই উদ্বেগ থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন এবং বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

    বুধবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে মঙ্গলবার রাতে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপিসহ চারটি দলের নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “ফ্যাসিবাদের ছায়া আবারও দেখা যাচ্ছে। দেশের জনগণের নিরাপত্তা, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। তাই আমরা সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।”

    তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে অগ্রসর হওয়া জরুরি। এ বিষয়ে সরকারকে পরিষ্কার ঘোষণা দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।” সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “এই সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব এবং অতিরিক্ত আত্মঅহংবোধ বা ইগো। তবে আমরা মনে করি, সরকারের দুর্বলতার দিকে না তাকিয়ে যদি সদিচ্ছার দিকটা বিবেচনা করা যায়, তাহলে রাজনৈতিক সমাধানের পথ সহজ হবে। একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলেই সংকট কমে আসবে।”

    সম্প্রতি এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং সচিবালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, “এসব ঘটনা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে, যার উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা।”
    তিনি বলেন, “আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই—এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। ফ্যাসিবাদ, অরাজকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকাই এখন সময়ের দাবি।”