ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

    বক্স অফিস কাঁপাচ্ছে মোহিত সুরির “সাইয়ারা” বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
    • / ২৬২ বার পড়া হয়েছে

    ২০২৫ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার ভিড়ে এক নতুন চমক হয়ে এসেছে ‘সাইয়ারা’। মোহিত সুরির এই রোমান্টিক ছবিটি মুক্তির মাত্র ৯ দিনের মাথায় ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ২১৭.২৫ কোটি রুপি, যা একে বছরটির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার জায়গায় পৌঁছে দিয়েছে।

    নবাগত আহাম পান্ডে ও অনিত পাদাকে নিয়ে নির্মিত এই প্রেমের গল্প রূপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠেছে। আবেগঘন কাহিনি, মেলোডি ভরা সাউন্ডট্র্যাক আর প্রাণবন্ত অভিনয়ের মিশেলে দর্শকরা সিনেমাটিকে বরণ করে নিয়েছেন খোলা হৃদয়ে। নতুন মুখ হলেও এই জুটির কেমিস্ট্রি এবং সাবলীল অভিনয় যেন দীর্ঘদিনের পরিচিত কোন ভালোবাসার গল্পকে নতুন করে বলেছে।

    ‘সাইয়ারা’র প্রতি আগ্রহ শুরু হয়েছিল মুক্তির আগেই। ট্রেলার, গান ও পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বইতে থাকে হাইপের ঝড়। সেই আগ্রহই সিনেমা হলে ভিড় আর টিকিট বিক্রির হারে প্রমাণ দিয়েছে, ‘সাইয়ারা’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগের নাম হয়ে উঠেছে।

    ভারতীয় গণমাধ্যম জানায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটির আয় ছিল দারুণ। শুক্রবার ১৮ কোটি রুপি আয় করার পর শনিবারই তা বেড়ে দাঁড়ায় ২৬.৫ কোটি রুপিতে, যা এক দিনে ৫০ শতাংশের বেশি প্রবৃদ্ধি। শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক বাজারেও প্রশংসিত হয়েছে ‘সাইয়ারা’। এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৩০ কোটি রুপিরও বেশি

    ২০২৫ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এখন পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘ছাওয়া’, যার আয় ৬০১ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে তার পরেই উঠে এসেছে ‘সাইয়ারা’র নাম। ‘হাউসফুল ৫’-এর মতো বহু তারকাবহুল সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে এটি—আর এই কৃতিত্ব এসেছে কেবল ভালো গল্প, নির্মল ভালোবাসা ও হৃদয়ছোঁয়া উপস্থাপনার কারণে।

    ‘সাইয়ারা’র অভাবনীয় এই সাফল্য আবারও প্রমাণ করলো, সত্যিকারের ভালোবাসা, মমতা আর মানবিক আবেগ আজও দর্শককে নাড়া দিতে পারে। বড় নাম নয়, হৃদয় থেকে বলা গল্পই সিনেমাকে বানিয়ে দিতে পারে অতুলনীয়। ‘সাইয়ারা’ ঠিক সেটাই করে দেখিয়েছে—শুধু গল্প বলেনি, হৃদয় দিয়ে বলেছে। আর দর্শক তার উত্তরে দিয়েছে ভালোবাসা, করতালি আর ইতিহাস গড়ার সঙ্গী হয়ে ওঠা।

    নিউজটি শেয়ার করুন

    বক্স অফিস কাঁপাচ্ছে মোহিত সুরির “সাইয়ারা” বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা

    আপডেট সময় ০১:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

    ২০২৫ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার ভিড়ে এক নতুন চমক হয়ে এসেছে ‘সাইয়ারা’। মোহিত সুরির এই রোমান্টিক ছবিটি মুক্তির মাত্র ৯ দিনের মাথায় ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ২১৭.২৫ কোটি রুপি, যা একে বছরটির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার জায়গায় পৌঁছে দিয়েছে।

    নবাগত আহাম পান্ডে ও অনিত পাদাকে নিয়ে নির্মিত এই প্রেমের গল্প রূপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠেছে। আবেগঘন কাহিনি, মেলোডি ভরা সাউন্ডট্র্যাক আর প্রাণবন্ত অভিনয়ের মিশেলে দর্শকরা সিনেমাটিকে বরণ করে নিয়েছেন খোলা হৃদয়ে। নতুন মুখ হলেও এই জুটির কেমিস্ট্রি এবং সাবলীল অভিনয় যেন দীর্ঘদিনের পরিচিত কোন ভালোবাসার গল্পকে নতুন করে বলেছে।

    ‘সাইয়ারা’র প্রতি আগ্রহ শুরু হয়েছিল মুক্তির আগেই। ট্রেলার, গান ও পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বইতে থাকে হাইপের ঝড়। সেই আগ্রহই সিনেমা হলে ভিড় আর টিকিট বিক্রির হারে প্রমাণ দিয়েছে, ‘সাইয়ারা’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগের নাম হয়ে উঠেছে।

    ভারতীয় গণমাধ্যম জানায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটির আয় ছিল দারুণ। শুক্রবার ১৮ কোটি রুপি আয় করার পর শনিবারই তা বেড়ে দাঁড়ায় ২৬.৫ কোটি রুপিতে, যা এক দিনে ৫০ শতাংশের বেশি প্রবৃদ্ধি। শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক বাজারেও প্রশংসিত হয়েছে ‘সাইয়ারা’। এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৩০ কোটি রুপিরও বেশি

    ২০২৫ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এখন পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘ছাওয়া’, যার আয় ৬০১ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে তার পরেই উঠে এসেছে ‘সাইয়ারা’র নাম। ‘হাউসফুল ৫’-এর মতো বহু তারকাবহুল সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে এটি—আর এই কৃতিত্ব এসেছে কেবল ভালো গল্প, নির্মল ভালোবাসা ও হৃদয়ছোঁয়া উপস্থাপনার কারণে।

    ‘সাইয়ারা’র অভাবনীয় এই সাফল্য আবারও প্রমাণ করলো, সত্যিকারের ভালোবাসা, মমতা আর মানবিক আবেগ আজও দর্শককে নাড়া দিতে পারে। বড় নাম নয়, হৃদয় থেকে বলা গল্পই সিনেমাকে বানিয়ে দিতে পারে অতুলনীয়। ‘সাইয়ারা’ ঠিক সেটাই করে দেখিয়েছে—শুধু গল্প বলেনি, হৃদয় দিয়ে বলেছে। আর দর্শক তার উত্তরে দিয়েছে ভালোবাসা, করতালি আর ইতিহাস গড়ার সঙ্গী হয়ে ওঠা।