ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

    বয়স কেবল একটি সংখ্যা-রোনালদোর দুরন্ত ফর্মে নতুন মৌসুমের শুরু

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
    • / ২৬৫ বার পড়া হয়েছে

    বয়স কেবল একটি সংখ্যা—এ কথার মূর্ত প্রতীক যেন CR7 খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিটি মৌসুমে নিজের দক্ষতা ও প্রেরণার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। সদ্য সমাপ্ত মৌসুমে যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমে ঠিক সেখান থেকেই যাত্রা শুরু করলেন এই পর্তুগিজ মহাতারকা। অস্ট্রিয়ায় প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

    ম্যাচটি অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায়, যেখানে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ম্যাচের ২৫তম মিনিটে তুলুজের ইয়ান গবো দলের পক্ষে প্রথম গোল করেন। তবে গোল হজমের মাত্র ১০ মিনিটের মধ্যে রোনালদো দারুণ এক ফিনিশিংয়ে গোল করে আল নাসরকে সমতায় ফেরান। তার এই গোলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

    দ্বিতীয়ার্ধে মাঠে আরও আগ্রাসীভাবে নামে আল নাসর। ম্যাচের ৭৬তম মিনিটে মোহাম্মদ মারান গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এবং শেষ পর্যন্ত এ গোলই জয় নিশ্চিত করে দেয় ক্লাবটির জন্য।

    গত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী তিনি ক্লাবটির সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত থাকবেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় রোনালদো জানিয়েছেন, এই মৌসুমে আরও বড় কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন তিনি। নিজের অফিশিয়াল পোস্টে তিনি লেখেন, “(ভালো করার) খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।”

    প্রাক-মৌসুম সফরে রোনালদোর আল নাসর এবার যাচ্ছে স্পেনে, যেখানে আগামী রোববার তাদের মুখোমুখি হতে হবে লা লিগার দল আলমেরিয়ার বিপক্ষে। এরপর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে তারা। নতুন মৌসুমের শুরুটা যেমন হয়েছে, তাতে ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন—রোনালদো এবং তার আল নাসর আবারও জ্বলে উঠবে।

    নিউজটি শেয়ার করুন

    বয়স কেবল একটি সংখ্যা-রোনালদোর দুরন্ত ফর্মে নতুন মৌসুমের শুরু

    আপডেট সময় ০১:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

    বয়স কেবল একটি সংখ্যা—এ কথার মূর্ত প্রতীক যেন CR7 খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিটি মৌসুমে নিজের দক্ষতা ও প্রেরণার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। সদ্য সমাপ্ত মৌসুমে যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমে ঠিক সেখান থেকেই যাত্রা শুরু করলেন এই পর্তুগিজ মহাতারকা। অস্ট্রিয়ায় প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

    ম্যাচটি অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায়, যেখানে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ম্যাচের ২৫তম মিনিটে তুলুজের ইয়ান গবো দলের পক্ষে প্রথম গোল করেন। তবে গোল হজমের মাত্র ১০ মিনিটের মধ্যে রোনালদো দারুণ এক ফিনিশিংয়ে গোল করে আল নাসরকে সমতায় ফেরান। তার এই গোলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

    দ্বিতীয়ার্ধে মাঠে আরও আগ্রাসীভাবে নামে আল নাসর। ম্যাচের ৭৬তম মিনিটে মোহাম্মদ মারান গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এবং শেষ পর্যন্ত এ গোলই জয় নিশ্চিত করে দেয় ক্লাবটির জন্য।

    গত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী তিনি ক্লাবটির সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত থাকবেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় রোনালদো জানিয়েছেন, এই মৌসুমে আরও বড় কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন তিনি। নিজের অফিশিয়াল পোস্টে তিনি লেখেন, “(ভালো করার) খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।”

    প্রাক-মৌসুম সফরে রোনালদোর আল নাসর এবার যাচ্ছে স্পেনে, যেখানে আগামী রোববার তাদের মুখোমুখি হতে হবে লা লিগার দল আলমেরিয়ার বিপক্ষে। এরপর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে তারা। নতুন মৌসুমের শুরুটা যেমন হয়েছে, তাতে ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন—রোনালদো এবং তার আল নাসর আবারও জ্বলে উঠবে।