ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

    বরিশালে চলছে ব্লকেড -১৫ দিনের আন্দোলনে অচল নগরী

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবিতে ৫ম দিনের মতো চলছে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি। এই আন্দোলন ১৫ দিনে গড়িয়েছে এবং এর ফলে বরিশাল নগরীর স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আন্দোলনকারীরা নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এর পাশাপাশি কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা নগরীর সদর রোডও অবরোধ করে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং গাড়ির সংকট। ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

    আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও জবাবদিহিতা নিশ্চিত করা, হাসপাতালের ট্রলি সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করা। এছাড়াও তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তাদের দাবিসমূহ মেনে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু তিনি না আসায় আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

    আন্দোলনকারীদের মধ্যে সিফাত নামের এক শিক্ষার্থী বলেন, স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, তাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে দাবি মেনে নিতে হবে। অন্য একজন শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, স্বাস্থ্যখাতের সংস্কার চেয়ে অনশনে বসা দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং সরকার এই যৌক্তিক আন্দোলনে সাড়া না দিয়ে পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে ভয় দেখাচ্ছে।

    এদিকে, গত রোববার শেবাচিম হাসপাতালের পরিচালক মশিউর মুনির সাংবাদিকদের কাছে হাসপাতালের সংস্কারের জন্য তিন মাসের সময় চেয়েছেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংকট দূর করতে আন্তরিক এবং দ্রুতই হাসপাতালে নতুন যন্ত্রপাতি ও জনবল নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। তা সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছেন। আন্দোলনকারীরা আজ বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন।

    নিউজটি শেয়ার করুন

    বরিশালে চলছে ব্লকেড -১৫ দিনের আন্দোলনে অচল নগরী

    আপডেট সময় ০৫:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবিতে ৫ম দিনের মতো চলছে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি। এই আন্দোলন ১৫ দিনে গড়িয়েছে এবং এর ফলে বরিশাল নগরীর স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আন্দোলনকারীরা নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এর পাশাপাশি কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা নগরীর সদর রোডও অবরোধ করে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং গাড়ির সংকট। ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

    আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও জবাবদিহিতা নিশ্চিত করা, হাসপাতালের ট্রলি সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করা। এছাড়াও তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তাদের দাবিসমূহ মেনে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু তিনি না আসায় আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

    আন্দোলনকারীদের মধ্যে সিফাত নামের এক শিক্ষার্থী বলেন, স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, তাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে দাবি মেনে নিতে হবে। অন্য একজন শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, স্বাস্থ্যখাতের সংস্কার চেয়ে অনশনে বসা দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং সরকার এই যৌক্তিক আন্দোলনে সাড়া না দিয়ে পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে ভয় দেখাচ্ছে।

    এদিকে, গত রোববার শেবাচিম হাসপাতালের পরিচালক মশিউর মুনির সাংবাদিকদের কাছে হাসপাতালের সংস্কারের জন্য তিন মাসের সময় চেয়েছেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংকট দূর করতে আন্তরিক এবং দ্রুতই হাসপাতালে নতুন যন্ত্রপাতি ও জনবল নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। তা সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছেন। আন্দোলনকারীরা আজ বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন।