ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    বিএনপির আয় ১৫ কোটি, ব্যয় ৪ কোটি: নির্বাচন কমিশনে হিসাব জমা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এতে দলটি ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা আয় দেখিয়েছে, আর ব্যয় দেখিয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এ হিসাব অনুযায়ী, বিএনপির ব্যাংক হিসাবে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

    রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে এই হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

    ইসিতে হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। তিনি বলেন, “যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তারাই আবার নির্বাচনকে বানচালের চক্রান্ত করতে পারে। সেই চক্রান্ত মোকাবিলা করার দায়িত্ব সরকারের।”

    তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা—বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে। বিগত ১৫ বছর ধরে জনগণ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, তারা এখন সেই সুযোগের অপেক্ষায়।

    আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ তুলে রিজভী বলেন, “ফ্যাসিস্ট সরকার অতীতে যেভাবে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে বসিয়ে কারচুপি করেছে, তা দেশবাসী জানে। আমরা আর সেই পথ দেখতে চাই না।”

    বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১ হলেও, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    বিএনপির আয় ১৫ কোটি, ব্যয় ৪ কোটি: নির্বাচন কমিশনে হিসাব জমা

    আপডেট সময় ১২:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এতে দলটি ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা আয় দেখিয়েছে, আর ব্যয় দেখিয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এ হিসাব অনুযায়ী, বিএনপির ব্যাংক হিসাবে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

    রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে এই হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

    ইসিতে হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। তিনি বলেন, “যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তারাই আবার নির্বাচনকে বানচালের চক্রান্ত করতে পারে। সেই চক্রান্ত মোকাবিলা করার দায়িত্ব সরকারের।”

    তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা—বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে। বিগত ১৫ বছর ধরে জনগণ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, তারা এখন সেই সুযোগের অপেক্ষায়।

    আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ তুলে রিজভী বলেন, “ফ্যাসিস্ট সরকার অতীতে যেভাবে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে বসিয়ে কারচুপি করেছে, তা দেশবাসী জানে। আমরা আর সেই পথ দেখতে চাই না।”

    বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১ হলেও, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।