বিএনপি এখন উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত: সালাহউদ্দিন আহমদ

- আপডেট সময় ০৮:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ১৯৯১ সালে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ে থাকা অধস্তন আদালত বিলুপ্ত করেছিল বিএনপি। তবে সময়ের পরিবর্তনে এবং জনচাহিদার বিবেচনায় দলটি এখন আবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।
সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ৩৫ বছর আগের সিদ্ধান্তের বিরুদ্ধে তখন জাতীয়ভাবে কোনো আপত্তি ছিল না। বর্তমানে চৌকি আদালত ও দ্বীপাঞ্চল মিলিয়ে যে ৬৭টি আদালত আছে, সেগুলোও সেই সিদ্ধান্তের আওতায় ছিল। কিন্তু সময় বদলেছে। জাতির নতুন প্রয়োজন ও বাস্তবতার আলোকে আমরা সংস্কারের পথে এগুচ্ছি। তাই আদালত সম্প্রসারণের প্রস্তাবে বিএনপি একমত হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের ওই বৈঠকে আলোচ্য সূচিতে ছিল—উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। সময় স্বল্পতার কারণে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়নি। তবে জরুরি অবস্থা এবং আদালত সম্প্রসারণ—এই দুই বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান তিনি।
জরুরি অবস্থা জারির ক্ষেত্রে মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিএনপি মত দিয়েছে, এটি একটি বিস্তৃত প্রসঙ্গ এবং পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বিস্তারিতভাবে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, আদালত সম্প্রসারণের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু সংযুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সঙ্গেও আলোচনার আহ্বান জানিয়েছি। সার্বিকভাবে আলোচনায় অংশ নেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবেই বিএনপি নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।