রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

- আপডেট সময় ০৫:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদেও সংগঠনটি আন্দোলন করেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল নেতা–কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
ওই ছাত্রী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেছিলেন। এরপর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে তাঁকে গণধর্ষণের হুমকি দেন। তিনি পোস্টে লেখেন, “হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
এই হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীরা স্লোগান দেন—“এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার”, “আলী হোসেনের ছাত্রত্ব, বাতিল করো, করতে হবে”, “নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।”
অবস্থান কর্মসূচিতে রোকেয়া হল ছাত্রদলের আহ্বায়ক শ্রাবণী আক্তার বলেন, “রাজনীতিতে এবং সামাজিক কার্যকলাপে আমাদের অংশগ্রহণ কম থাকার জন্য দায়ী আমাদের নিজেদের ভাইয়েরা। ডাকসুর মতো একটি নির্বাচনে মাত্র ৩০ শতাংশ নারী অংশ নিচ্ছে, কেন এই বৈষম্য?” তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
শামসুন্নাহার হল ছাত্রদলের আহ্বায়ক বীথি হাসান বলেন, “আমরা যখন প্রতিবাদ করি, তখন আমাদের হেনস্তা করা হয়, সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। এমনকি আমাদের গণধর্ষণের হুমকি দেওয়া হয়। একটি গোষ্ঠী ইচ্ছে করেই আমাদের পথ রুদ্ধ করে রাখতে চায়।”
এ ঘটনায় ডাকসুর ভিপি প্রার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা আবদুল কাদেরও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, “রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি মোকাবিলা না করে গণধর্ষণের হুমকি দেওয়া জঘন্য কাজ। এমন নোংরামি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না।”
শিক্ষক সমাজও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। প্ল্যাটফর্মটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসু নির্বাচনকে ঘিরে ১৩টি দাবি উপস্থাপন করেছে।