ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

    ব্যাট হাতে সাকিব ব্যর্থ, তবে তার দলের জয়যাত্রা অব্যাহত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার দুঃসময় যেন শেষই হচ্ছে না। দিন যত যাচ্ছে, ব্যাট হাতে তার পারফরম্যান্স ততই খারাপ হচ্ছে। আজ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সাকিব।

    অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে নিয়মিত ওপরের দিকে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছেন না সাকিব। আজকের ম্যাচে তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বল খেলেছেন, কিন্তু রান করেছেন মাত্র ৭। এর মধ্যে একটি চার এবং ৮টি ডট বল ছিল।

    সাকিবের এমন ব্যর্থতা নতুন কিছু নয়। ব্যাট হাতে তার শেষ ফিফটি এসেছিল গ্লোবাল সুপার লিগে। এরপর থেকেই যেন তিনি ব্যাটিংটা ভুলে গেছেন। চলতি সিপিএলে তিনি এ নিয়ে তিনটি ইনিংস খেলেছেন এবং সব মিলিয়ে ৪২ বলে মাত্র ৩১ রান করেছেন।

    তবে সাকিবের ব্যর্থতা সত্ত্বেও তার দলের জয়যাত্রা থেমে নেই। ইমাদ ওয়াসিমের ৩৯ এবং ফাবিয়ান অ্যালেনের ৪৫ রানের ওপর ভর করে অ্যান্টিগা ১৬৭ রানের পুঁজি পায়। জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স কলিন মানরো (৪৪), কেসি কার্টি (৩৫) এবং কাইরন পোলার্ডের (৪৩) ইনিংসের পরও ১৫৯ রানে থেমে যায়। ফলে ৮ রানের জয় নিয়ে সিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় সাকিবের দল।

    এই ম্যাচে সাকিব অবশ্য বল হাতে কিছুটা সফলতা পেয়েছেন। ইনিংসের ১৪তম ওভারে আক্রমণে এসে তিনি ড্যারেন ব্রাভোকে আউট করেন এবং মাত্র দুটি রান দেন। তবে এরপর তাকে আর বোলিংয়ে আনা হয়নি।

    নিউজটি শেয়ার করুন

    ব্যাট হাতে সাকিব ব্যর্থ, তবে তার দলের জয়যাত্রা অব্যাহত

    আপডেট সময় ০৪:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

    ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার দুঃসময় যেন শেষই হচ্ছে না। দিন যত যাচ্ছে, ব্যাট হাতে তার পারফরম্যান্স ততই খারাপ হচ্ছে। আজ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সাকিব।

    অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে নিয়মিত ওপরের দিকে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছেন না সাকিব। আজকের ম্যাচে তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বল খেলেছেন, কিন্তু রান করেছেন মাত্র ৭। এর মধ্যে একটি চার এবং ৮টি ডট বল ছিল।

    সাকিবের এমন ব্যর্থতা নতুন কিছু নয়। ব্যাট হাতে তার শেষ ফিফটি এসেছিল গ্লোবাল সুপার লিগে। এরপর থেকেই যেন তিনি ব্যাটিংটা ভুলে গেছেন। চলতি সিপিএলে তিনি এ নিয়ে তিনটি ইনিংস খেলেছেন এবং সব মিলিয়ে ৪২ বলে মাত্র ৩১ রান করেছেন।

    তবে সাকিবের ব্যর্থতা সত্ত্বেও তার দলের জয়যাত্রা থেমে নেই। ইমাদ ওয়াসিমের ৩৯ এবং ফাবিয়ান অ্যালেনের ৪৫ রানের ওপর ভর করে অ্যান্টিগা ১৬৭ রানের পুঁজি পায়। জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স কলিন মানরো (৪৪), কেসি কার্টি (৩৫) এবং কাইরন পোলার্ডের (৪৩) ইনিংসের পরও ১৫৯ রানে থেমে যায়। ফলে ৮ রানের জয় নিয়ে সিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় সাকিবের দল।

    এই ম্যাচে সাকিব অবশ্য বল হাতে কিছুটা সফলতা পেয়েছেন। ইনিংসের ১৪তম ওভারে আক্রমণে এসে তিনি ড্যারেন ব্রাভোকে আউট করেন এবং মাত্র দুটি রান দেন। তবে এরপর তাকে আর বোলিংয়ে আনা হয়নি।