ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

- আপডেট সময় ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ৩২৯ বার পড়া হয়েছে
বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল কাশেম (৫৮)। তিনি জেলার নবীনগর উপজেলার লাপাংয়ের মৃত হযরত আলীর ছেলে। সোহাগ মিয়া (১৯) একই উপজেলার নারায়ণপুরের বিল্লাল মিয়ার ছেলে। নুরুল আলম (৫৫)। তিনি ফেনী জেলা সদরের দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়েরের ছেলে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, যাত্রী নিয়ে নবীনগর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জ অভিমুখী যাচ্ছিলো। পথিমধ্যে ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
ওসি আরও জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।