ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

    ভক্ত অসুস্থ, থেমে গেল ম্যাচ-মানবতার দৃষ্টান্ত স্থাপন ইংলিশ ফুটবলে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
    • / ২৬৫ বার পড়া হয়েছে

    ফুটবলের উত্তেজনা, গ্যালারির গর্জন—সবই তো দর্শকদের ঘিরেই। তবে খেলার মাঝেই যদি কোনো ভক্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তখন কী করণীয়? এমন এক জরুরি পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষ।

    গত শনিবার (২ আগস্ট) ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) টু’র উদ্বোধনী ম্যাচে, নিউপোর্ট কাউন্টি ও নটস কাউন্টির মধ্যকার খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে রডনি প্যারেড স্টেডিয়ামের গ্যালারিতে এক দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৩টায় কিক-অফ হওয়ার কথা থাকলেও, সেই মুহূর্তে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একজন মানুষের জীবন রক্ষা

    মাঠে অবিলম্বে ছুটে আসে জরুরি চিকিৎসা টিম। দুইটি এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত স্টেডিয়ামে অবতরণ করে। অসুস্থ ভক্তকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এই সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুরো স্টেডিয়াম দর্শকশূন্য করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শকদের ফিরিয়ে আনা হয় এবং শুরু হয় ম্যাচ।

    দুই ক্লাব—নিউপোর্ট কাউন্টি ও নটস কাউন্টি—তাদের সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে জানান, একজন সমর্থকের অসুস্থতার কারণেই খেলা বিলম্বিত হয়েছে এবং তারা ভক্তের দ্রুত সুস্থতা কামনা করছেন। এই ঘটনা শুধুমাত্র একটি খেলার বিলম্ব নয়, বরং এটি ফুটবলের বাইরেও মানবিকতার এক শক্তিশালী বার্তা—খেলা থেমে যেতে পারে, কিন্তু একজন মানুষের জীবনের মূল্য কখনোই উপেক্ষিত হতে পারে না। ইংলিশ ফুটবলের এই দায়িত্বশীলতা দেখিয়ে দিল, ভক্তরাই সত্যিকারের নায়ক।

    নিউজটি শেয়ার করুন

    ভক্ত অসুস্থ, থেমে গেল ম্যাচ-মানবতার দৃষ্টান্ত স্থাপন ইংলিশ ফুটবলে

    আপডেট সময় ০৬:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

    ফুটবলের উত্তেজনা, গ্যালারির গর্জন—সবই তো দর্শকদের ঘিরেই। তবে খেলার মাঝেই যদি কোনো ভক্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তখন কী করণীয়? এমন এক জরুরি পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষ।

    গত শনিবার (২ আগস্ট) ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) টু’র উদ্বোধনী ম্যাচে, নিউপোর্ট কাউন্টি ও নটস কাউন্টির মধ্যকার খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে রডনি প্যারেড স্টেডিয়ামের গ্যালারিতে এক দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৩টায় কিক-অফ হওয়ার কথা থাকলেও, সেই মুহূর্তে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একজন মানুষের জীবন রক্ষা

    মাঠে অবিলম্বে ছুটে আসে জরুরি চিকিৎসা টিম। দুইটি এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত স্টেডিয়ামে অবতরণ করে। অসুস্থ ভক্তকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এই সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুরো স্টেডিয়াম দর্শকশূন্য করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শকদের ফিরিয়ে আনা হয় এবং শুরু হয় ম্যাচ।

    দুই ক্লাব—নিউপোর্ট কাউন্টি ও নটস কাউন্টি—তাদের সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে জানান, একজন সমর্থকের অসুস্থতার কারণেই খেলা বিলম্বিত হয়েছে এবং তারা ভক্তের দ্রুত সুস্থতা কামনা করছেন। এই ঘটনা শুধুমাত্র একটি খেলার বিলম্ব নয়, বরং এটি ফুটবলের বাইরেও মানবিকতার এক শক্তিশালী বার্তা—খেলা থেমে যেতে পারে, কিন্তু একজন মানুষের জীবনের মূল্য কখনোই উপেক্ষিত হতে পারে না। ইংলিশ ফুটবলের এই দায়িত্বশীলতা দেখিয়ে দিল, ভক্তরাই সত্যিকারের নায়ক।