ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

    ভারতীয় পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, ১ আগস্ট থেকে কার্যকর

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৮:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আজ বুধবার দেওয়া এই ঘোষণায় তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে ভারতের পণ্যের ওপর নতুন এই শুল্কনীতি কার্যকর হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, ওই দিন থেকেই ভারত একটি ‘অনির্দিষ্ট’ দণ্ডের মুখোমুখি হবে। তবে তিনি স্পষ্ট করে বলেননি, সেই দণ্ডের ধরন বা কারণ কী।

    নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ভারতের বিরুদ্ধে বাণিজ্য বিষয়ক একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “ভারত যদিও আমাদের বন্ধু, তবু বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমরা কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি, যা বিশ্বে সর্বোচ্চ পর্যায়ের। তারা যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর অশুল্ক বাধা ব্যবহার করে থাকে।”

    ট্রাম্প আরও অভিযোগ করেন, “ভারত সব সময় তাদের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে ক্রয় করে থাকে। যখন বিশ্ব চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করে, ঠিক সেই সময়ে ভারত ও চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতায় পরিণত হয়েছে। এসব কোনো ভালো বার্তা দেয় না।”

    তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কারণেই যুক্তরাষ্ট্রকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হচ্ছে। যদিও এসব শুল্ক বা দণ্ড আরোপের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব সম্পর্কে তিনি কোনো বিশদ ব্যাখ্যা দেননি। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণার পেছনে নির্বাচনী রাজনীতির উপাদানও থাকতে পারে। ২০২4 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বাণিজ্য ও আন্তর্জাতিক কৌশলগত অবস্থান নিয়ে আগেভাগেই অবস্থান স্পষ্ট করছেন তিনি। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক উত্তাপ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ–সম্পর্কিত বৈশ্বিক অবস্থানের ছায়াও এই সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন অনেকে।

    নিউজটি শেয়ার করুন

    ভারতীয় পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, ১ আগস্ট থেকে কার্যকর

    আপডেট সময় ০৮:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

    ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আজ বুধবার দেওয়া এই ঘোষণায় তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে ভারতের পণ্যের ওপর নতুন এই শুল্কনীতি কার্যকর হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, ওই দিন থেকেই ভারত একটি ‘অনির্দিষ্ট’ দণ্ডের মুখোমুখি হবে। তবে তিনি স্পষ্ট করে বলেননি, সেই দণ্ডের ধরন বা কারণ কী।

    নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ভারতের বিরুদ্ধে বাণিজ্য বিষয়ক একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “ভারত যদিও আমাদের বন্ধু, তবু বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমরা কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি, যা বিশ্বে সর্বোচ্চ পর্যায়ের। তারা যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর অশুল্ক বাধা ব্যবহার করে থাকে।”

    ট্রাম্প আরও অভিযোগ করেন, “ভারত সব সময় তাদের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে ক্রয় করে থাকে। যখন বিশ্ব চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করে, ঠিক সেই সময়ে ভারত ও চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতায় পরিণত হয়েছে। এসব কোনো ভালো বার্তা দেয় না।”

    তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কারণেই যুক্তরাষ্ট্রকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হচ্ছে। যদিও এসব শুল্ক বা দণ্ড আরোপের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব সম্পর্কে তিনি কোনো বিশদ ব্যাখ্যা দেননি। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণার পেছনে নির্বাচনী রাজনীতির উপাদানও থাকতে পারে। ২০২4 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বাণিজ্য ও আন্তর্জাতিক কৌশলগত অবস্থান নিয়ে আগেভাগেই অবস্থান স্পষ্ট করছেন তিনি। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক উত্তাপ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ–সম্পর্কিত বৈশ্বিক অবস্থানের ছায়াও এই সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন অনেকে।