ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা লস্কর কমান্ডারের মৃত্যু

- আপডেট সময় ০২:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ২৮৪ বার পড়া হয়েছে
কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি জঙ্গি গোষ্ঠী।
মনে করা হয়, এই গোষ্ঠীটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি অংশ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের সাহায্য করে।
আজ শুক্রবার সকালে ভারতীয় নিরাপত্তা বাহিনী লস্কর-ই-তৈয়বার একজন বড় নেতাকে হত্যা করেছে। খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি হয়।
এতে আলতাফ লাল্লি নামের ওই লস্কর কমান্ডার নিহত হন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, এই আলতাফ টিআরএফের সঙ্গে যুক্ত ছিলেন এবং পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তার নাম ছিল।
অন্যদিকে, পেহেলগামে পর্যটকদের ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ঠোকেরের বাড়ি অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে অবস্থিত। ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযোগ, এই দুজন পেহেলগাম হামলার পরিকল্পনায় অংশ নিয়েছিল এবং তারাই লস্কর জঙ্গিদের রাস্তা দেখিয়ে নিয়ে এসেছিল।
বৃহস্পতিবার যে চারজন হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছিল, তাতে ঠোকের ও আসিফের ছবিও ছিল। পুলিশ জানিয়েছে, বাকি দুজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে তথ্য দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। তারা ২০২৪ সালে আবার কাশ্মীরে ফিরে আসে।