ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

    ভালুকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা, দেবর নজরুল পলাতক

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    ময়মনসিংহের ভালুকায় নির্মম এক হত্যাকাণ্ডে গলা কেটে হত্যা করা হয়েছে একই পরিবারের তিন সদস্যকে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালি এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। পরদিন সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহতরা হলেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) এবং ছেলে নিরব (২)। স্থানীয়রা ও পুলিশ জানায়, দেড় মাস আগে রফিকুল ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালির ফাইয়ুম মিয়ার দুটি রুম ভাড়া নেন। রফিকুল একটি কাঠের মিলে কাজ করতেন এবং নজরুল চালাতেন ব্যাটারিচালিত অটোরিকশা।

    রোববার রাতে প্রতিদিনের মতো রফিকুল তার কর্মস্থলে চলে যান। তবে সোমবার সকালে বাসায় ফিরে তিনি দেখতে পান ঘরের বারান্দার গেটে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি বাড়ির মালিককে খবর দেন। একপর্যায়ে বারান্দার তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীর ও দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

    ভালুকা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা দা ও চাদর জব্দ করে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। নিহতদের পরিবারের পক্ষ থেকেও কোনো কারণ বলা সম্ভব হয়নি।

    রফিকুল বলেন, “রোববার সন্ধ্যায় আমি কাজের জন্য বাসা থেকে বের হই। সকালে ফিরে এসে দেখি তালা দেওয়া ঘর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তালা ভেঙে দেখি আমার স্ত্রী ও সন্তানদের গলা কাটা মরদেহ পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। এমনকি আমার ছোট ভাই নজরুলকেও খুঁজে পাচ্ছি না।”

    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পর থেকেই নিহতের দেবর নজরুল পলাতক। তার বিরুদ্ধে গাজীপুরে একটি হত্যামামলাও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

    নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে এবং পলাতক নজরুলকে ধরতে তৎপরতা শুরু করেছে।

    নিউজটি শেয়ার করুন

    ভালুকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা, দেবর নজরুল পলাতক

    আপডেট সময় ০২:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

    ময়মনসিংহের ভালুকায় নির্মম এক হত্যাকাণ্ডে গলা কেটে হত্যা করা হয়েছে একই পরিবারের তিন সদস্যকে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালি এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। পরদিন সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহতরা হলেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) এবং ছেলে নিরব (২)। স্থানীয়রা ও পুলিশ জানায়, দেড় মাস আগে রফিকুল ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালির ফাইয়ুম মিয়ার দুটি রুম ভাড়া নেন। রফিকুল একটি কাঠের মিলে কাজ করতেন এবং নজরুল চালাতেন ব্যাটারিচালিত অটোরিকশা।

    রোববার রাতে প্রতিদিনের মতো রফিকুল তার কর্মস্থলে চলে যান। তবে সোমবার সকালে বাসায় ফিরে তিনি দেখতে পান ঘরের বারান্দার গেটে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি বাড়ির মালিককে খবর দেন। একপর্যায়ে বারান্দার তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীর ও দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

    ভালুকা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা দা ও চাদর জব্দ করে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। নিহতদের পরিবারের পক্ষ থেকেও কোনো কারণ বলা সম্ভব হয়নি।

    রফিকুল বলেন, “রোববার সন্ধ্যায় আমি কাজের জন্য বাসা থেকে বের হই। সকালে ফিরে এসে দেখি তালা দেওয়া ঘর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তালা ভেঙে দেখি আমার স্ত্রী ও সন্তানদের গলা কাটা মরদেহ পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। এমনকি আমার ছোট ভাই নজরুলকেও খুঁজে পাচ্ছি না।”

    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পর থেকেই নিহতের দেবর নজরুল পলাতক। তার বিরুদ্ধে গাজীপুরে একটি হত্যামামলাও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

    নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে এবং পলাতক নজরুলকে ধরতে তৎপরতা শুরু করেছে।