মব ভায়োলেন্স কমেছে, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০২:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে ‘মব ভায়োলেন্স’ বা গোষ্ঠীগত সহিংসতা আগের তুলনায় কমেছে এবং পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মব ভায়োলেন্সে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে না— এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স আগের চেয়ে অনেকটা কমে এসেছে। আমরা কোনো ছাড় দিইনি এবং ভবিষ্যতে আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।”
আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের দায়িত্ব হলো—নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এ জন্য আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে এবং নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
বিভিন্ন রাজনৈতিক দলের নিরাপত্তা ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমরা সবাইকে সমানভাবে সুরক্ষা দিচ্ছি। তবে যারা বেশি ঝুঁকিপূর্ণ বা ‘ভালনারেবল’, তাদের একটু বেশি সুরক্ষা দেওয়া হয়। যাদের ঝুঁকি কম, তাদের নিরাপত্তার প্রয়োজনও কম। আমাদের কাছে এ সংক্রান্ত তথ্য আসে গোয়েন্দা সংস্থা এবং আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমেও।”
এক সাংবাদিক জানতে চান, এই বাহিনী দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? উত্তরে তিনি বলেন, “এই বাহিনী দিয়েই নির্বাচন হবে, এবং খুব ভালোভাবেই সম্পন্ন হবে।”