মাইলস্টোন ট্র্যাজেডি-বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহতাবের মৃত্যু,

- আপডেট সময় ০৪:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম মাহতাব রহমান ভূঁইয়া, বয়স ১৪ বছর। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫২ মিনিটে সে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাহতাব ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মিজানুর রহমান ভূঁইয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। পরিবারসহ সে উত্তরা ১১ নম্বর সেক্টরে বসবাস করত। তার পৈতৃক নিবাস কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক এবং সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম জানান, মাহতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
এই ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১২ জন। ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৩ জন, যার মধ্যে সাতজন আইসিইউতে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ সকাল সাড়ে ১০টার সর্বশেষ তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন আহত। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৫ জন, সিএমএইচে ১১ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা প্রাণহানির পাশাপাশি বহু শিশু ও শিক্ষককে আহত করে।