মাইলস্টোন দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২

- আপডেট সময় ১২:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একটি নিষ্পাপ প্রাণ ঝরে গেল। শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী আয়মান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আয়মান শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করে। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারাচ্ছেন একের পর এক শিক্ষার্থী। এখনও বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তত ৫০ জন, যাদের বেশিরভাগই স্কুলটির ছাত্র-ছাত্রী।