মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের সেবায় ঢাকায় আসছে চীনের বিশেষ মেডিকেল টিম

- আপডেট সময় ১২:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সহায়তায় চীনের একটি জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সসহ পাঁচ সদস্যের একটি দল ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। দলটি ঢাকায় পৌঁছেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রাথমিক মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।
চীনা দূতাবাসের আরেক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ জুলাই সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে একটি জরুরি ভিডিও কনসালটেশনে অংশ নেন।
এই ভিডিও বৈঠকে বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র রোগের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। উভয় দেশের চিকিৎসকরা দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত রোগীদের অবস্থা বিশ্লেষণ করেন এবং চিকিৎসা পদ্ধতি ও পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন।
এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।