ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

    মাছ ধরতে এসে ধরা ৩৪ ভারতীয় জেলে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে আবারও আটক হল ভারতীয় জেলেরা। বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী দুটি ট্রলারসহ আটক করেছে ৩৪ ভারতীয় জেলেকে।

    এই অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল জাহাজ। তারা সন্দেহভাজন দুটি ভারতীয় ট্রলারকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর ট্রলার দুটির মধ্যে থাকা ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করে কক্সবাজার নেভাল বেইসে নিয়ে আসা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে — আটক জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

    “এটা শুধু সীমানা লঙ্ঘন নয়, বাংলাদেশের সামুদ্রিক সম্পদের উপর অবৈধ হস্তক্ষেপ।” বর্তমানে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় দূতাবাসকেও জানানো হয়েছে।

    এটাই প্রথম নয়! এর আগেও একাধিকবার ভারতীয় জেলেরা বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে ধরা পড়েছে। বাংলাদেশের জলসীমা রক্ষায় নৌবাহিনীর এই অভিযান প্রশংসনীয়। তবে প্রশ্ন থেকে যায় এ ধরনের অনুপ্রবেশ কবে থামবে? এই বিষয়ে আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন এবং ঢাকা প্রেসের সঙ্গে থাকুন

    নিউজটি শেয়ার করুন

    মাছ ধরতে এসে ধরা ৩৪ ভারতীয় জেলে

    আপডেট সময় ১২:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

    বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে আবারও আটক হল ভারতীয় জেলেরা। বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী দুটি ট্রলারসহ আটক করেছে ৩৪ ভারতীয় জেলেকে।

    এই অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল জাহাজ। তারা সন্দেহভাজন দুটি ভারতীয় ট্রলারকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর ট্রলার দুটির মধ্যে থাকা ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করে কক্সবাজার নেভাল বেইসে নিয়ে আসা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে — আটক জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

    “এটা শুধু সীমানা লঙ্ঘন নয়, বাংলাদেশের সামুদ্রিক সম্পদের উপর অবৈধ হস্তক্ষেপ।” বর্তমানে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় দূতাবাসকেও জানানো হয়েছে।

    এটাই প্রথম নয়! এর আগেও একাধিকবার ভারতীয় জেলেরা বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে ধরা পড়েছে। বাংলাদেশের জলসীমা রক্ষায় নৌবাহিনীর এই অভিযান প্রশংসনীয়। তবে প্রশ্ন থেকে যায় এ ধরনের অনুপ্রবেশ কবে থামবে? এই বিষয়ে আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন এবং ঢাকা প্রেসের সঙ্গে থাকুন