ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

    মালয়েশিয়ায় ঘুষকাণ্ডে দুই বাংলাদেশি গ্রেপ্তার, ছয় দিনের রিমান্ড

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। গ্রেপ্তার হওয়াদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে।

    মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য সান জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ৫০-এর কোটায়। গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নেগেরি সেমবিলান ও কুয়ালালামপুরে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
    তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই ব্যক্তি কেএলআইএ’র টার্মিনাল-১-এ দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য, যারা ‘কাউন্টার সেটিং’ নামের একটি অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করে দিত।

    এই চক্র স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট কাউন্টার সেট করত, যাতে ইমিগ্রেশন পার হয়ে যেতে পারে ভিসাবিহীন বা অবৈধ বিদেশিরা। এটি মালয়েশিয়ায় বহুল আলোচিত একটি দুর্নীতিবান্ধব পদ্ধতি, যা দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। বুধবার পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ রেজিস্ট্রার শাইখ জুলাদ্রুস মারিকান দুই বাংলাদেশির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা আগামী ২০ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

    দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)-এর গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দাতুক সাইফুল এজরাল আরিফিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন ২০০৯-এর ১৬(বি) ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

    এই ঘটনা মালয়েশিয়ায় অভিবাসন এবং বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি চক্রগুলোর সক্রিয় ভূমিকা এবং তাদের স্থানীয় সংযোগগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জোরালো করেছে।

    নিউজটি শেয়ার করুন

    মালয়েশিয়ায় ঘুষকাণ্ডে দুই বাংলাদেশি গ্রেপ্তার, ছয় দিনের রিমান্ড

    আপডেট সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

    মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। গ্রেপ্তার হওয়াদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে।

    মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য সান জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ৫০-এর কোটায়। গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নেগেরি সেমবিলান ও কুয়ালালামপুরে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
    তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই ব্যক্তি কেএলআইএ’র টার্মিনাল-১-এ দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য, যারা ‘কাউন্টার সেটিং’ নামের একটি অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করে দিত।

    এই চক্র স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট কাউন্টার সেট করত, যাতে ইমিগ্রেশন পার হয়ে যেতে পারে ভিসাবিহীন বা অবৈধ বিদেশিরা। এটি মালয়েশিয়ায় বহুল আলোচিত একটি দুর্নীতিবান্ধব পদ্ধতি, যা দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। বুধবার পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ রেজিস্ট্রার শাইখ জুলাদ্রুস মারিকান দুই বাংলাদেশির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা আগামী ২০ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

    দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)-এর গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দাতুক সাইফুল এজরাল আরিফিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন ২০০৯-এর ১৬(বি) ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

    এই ঘটনা মালয়েশিয়ায় অভিবাসন এবং বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি চক্রগুলোর সক্রিয় ভূমিকা এবং তাদের স্থানীয় সংযোগগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জোরালো করেছে।