জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পেছনে কী কারণ? মাসুদ কামাল

- আপডেট সময় ০৬:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৭৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন যে, নির্বাচনের আগে হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পেছনে মূল কারণ কী। রোববার (৩১ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন।
মাসুদ কামাল বলেন, “গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামী ও এনসিপি একই দাবি করছে।” তিনি প্রশ্ন রাখেন, “নির্বাচনের আগে হঠাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এমন দাবির পিছনে মূল কারণ কী? নুরুল হক নুরকে প্রহার করা?”
তিনি আরও বলেন, “বিভিন্ন ভিডিওতে যা দেখলাম—নুর তো মার খেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। ওই লোকগুলো কি জাতীয় পার্টি করেন?” তিনি আশঙ্কা প্রকাশ করেন, “নাকি, আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির বাক্সে পড়তে পারে—এমন ভয় কি পাচ্ছে ওই দলগুলো?”
মাসুদ কামাল প্রশ্ন তোলেন, “ভোটের রাজনীতিতে যারাই আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাকেই সরিয়ে দিতে হবে—এটাই কি তাহলে ‘নতুন গণতন্ত্র’?” সবশেষে তিনি বলেন, “ড. ইউনূস কিছুদিন আগে বলেছিলেন—ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দেবেন। আমরা তাহলে সেই দিকেই অগ্রসর হচ্ছি?”























