ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

    নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা করা জাতির জন্য হবে ভয়াবহ বিপদ—এমন সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

    বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় ড. ইউনূস স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি অন্য কোনো পথের কথা চিন্তা করে, সেটা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।”

    আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষার স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    প্রেস সচিব আরও জানান, বৈঠকের মাঝপথে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে কী মতামত দিয়েছে, সে নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

    জাতীয় পার্টিকে ঘিরেও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত উঠে আসে। প্রধান উপদেষ্টা সব পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
    বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. খলিলুর রহমান।

    নিউজটি শেয়ার করুন

    নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    আপডেট সময় ০১:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

    নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা করা জাতির জন্য হবে ভয়াবহ বিপদ—এমন সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

    বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় ড. ইউনূস স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি অন্য কোনো পথের কথা চিন্তা করে, সেটা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।”

    আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষার স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    প্রেস সচিব আরও জানান, বৈঠকের মাঝপথে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে কী মতামত দিয়েছে, সে নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

    জাতীয় পার্টিকে ঘিরেও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত উঠে আসে। প্রধান উপদেষ্টা সব পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
    বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. খলিলুর রহমান।