নতুন মৌসুমে আর্সেনালের জয় দিয়ে শুরু, ম্যান ইউকে ১-০ গোলে হারাল

- আপডেট সময় ০১:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুভ সূচনা করেছে আর্সেনাল। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে তারা স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে।
ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পায়নি। ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখে তারা মোট ২২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, আর্সেনাল পুরো ম্যাচে মাত্র ৯টি শট নিলেও তার মধ্যে তিনটি লক্ষ্যে ছিল এবং একটি গোল এনে দেয়।
ম্যাচ শুরুর আগে প্রয়াত লিভারপুল তারকা দিয়োগো জোটার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলার ১৩তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার রিক্কার্ডো কালাফিওর কাছ থেকে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন। এই গোলের মাধ্যমে আর্সেনাল ওল্ড ট্র্যাফোর্ডে টানা ১২ ম্যাচে গোলের দেখা পেল।
পরে এরিক টেন হাগের দল খেলায় সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করলেও ব্যর্থ হয়। ফলে গত মৌসুমে ১৫তম স্থান পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুমও হার দিয়ে শুরু করল। অন্যদিকে, এই জয়ের মধ্য দিয়ে মিকেল আর্তেতার আর্সেনাল মৌসুমের শুরুতেই তিন পয়েন্ট তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।