ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

    রাজবাড়ীতে বিষ প্রয়োগ করে ১৬ লাখ টাকার মাছ নিধন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
    • / ২৯৬ বার পড়া হয়েছে

    পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পুকুর মালিকের দাবি তার প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    মাটিপাড়ার কাজী আরাফাত হাসান জিসানের ইটভাটার পুকুরে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি টের পান স্থানীয়সহ পুকুর মালিক।

    এদিকে বিষক্রিয়ায় পুকুরে থাকা রুই, কাতল, তেলাপিয়া, পাঙাস, পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

    স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার পাশাপাশি কাজী আরাফাত হাসান জিসান ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরে তেলাপিয়া, পাঙাস, রুই, কাতল, পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। হঠাৎ সকালে পুকুরে মাছ মরে ভাসতে দেখেন। সেসময় অনেকে মাছ ধরেও নিয়ে যান।

    পুকুর মালিক কাজী আরাফাত হাসান জিসান বলেন, সকালে পুকুরে মরা মাছ ভাসছে, খবর পেয়ে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রাতের কোনো এক সময় শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে। পুকুরে রুই, কাতল, পাঙাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দুই বছর ধরে মাছ ধরা হয় না। বিষ প্রয়োগে আমার প্রায় ১৫ থেকে ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ সময় পুকুরের পাহারাদার মোতাহার শেখকে মারধর করে হত্যাচেষ্টা করা হয়েছে।

    তিনি আরও বলেন, স্থানীয় খালেক মোল্লার সন্তানদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। ধারণা করছি তারাই শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

    রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, পুকুর থেকে পানি, মাছ মরে ভেসে থাকার ছবি ও মরা মাছ সংগ্রহ করা হয়েছে। সেইসঙ্গে পুকুর মালিককে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে।

    রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ট্যাগস :

    নিউজটি শেয়ার করুন

    রাজবাড়ীতে বিষ প্রয়োগ করে ১৬ লাখ টাকার মাছ নিধন

    আপডেট সময় ০৬:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

    পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পুকুর মালিকের দাবি তার প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    মাটিপাড়ার কাজী আরাফাত হাসান জিসানের ইটভাটার পুকুরে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি টের পান স্থানীয়সহ পুকুর মালিক।

    এদিকে বিষক্রিয়ায় পুকুরে থাকা রুই, কাতল, তেলাপিয়া, পাঙাস, পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

    স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার পাশাপাশি কাজী আরাফাত হাসান জিসান ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরে তেলাপিয়া, পাঙাস, রুই, কাতল, পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। হঠাৎ সকালে পুকুরে মাছ মরে ভাসতে দেখেন। সেসময় অনেকে মাছ ধরেও নিয়ে যান।

    পুকুর মালিক কাজী আরাফাত হাসান জিসান বলেন, সকালে পুকুরে মরা মাছ ভাসছে, খবর পেয়ে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রাতের কোনো এক সময় শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে। পুকুরে রুই, কাতল, পাঙাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দুই বছর ধরে মাছ ধরা হয় না। বিষ প্রয়োগে আমার প্রায় ১৫ থেকে ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ সময় পুকুরের পাহারাদার মোতাহার শেখকে মারধর করে হত্যাচেষ্টা করা হয়েছে।

    তিনি আরও বলেন, স্থানীয় খালেক মোল্লার সন্তানদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। ধারণা করছি তারাই শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

    রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, পুকুর থেকে পানি, মাছ মরে ভেসে থাকার ছবি ও মরা মাছ সংগ্রহ করা হয়েছে। সেইসঙ্গে পুকুর মালিককে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে।

    রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।