রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: সব যাত্রী মারা গেছেন

- আপডেট সময় ০৫:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা অন্তত ৫০ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার (২৪ জুলাই) জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত একটি যাত্রীবাহী বিমান চীন সীমান্তবর্তী টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় বিমানের সব যাত্রী এবং ক্রু সদস্য মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তবে রুশ জরুরি মন্ত্রণালয় বলছে, বিমানে লোকসংখ্যা হয়তো কিছুটা কম হতে পারে—প্রায় ৪০ জন।
বিমানটি টিন্ডার দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। পরে অনুসন্ধান অভিযানে অংশ নেওয়া একটি এমআই-৮ হেলিকপ্টার আগুনে পুড়ে যাওয়া বিমানের ফিউসেলাজ শনাক্ত করে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, “বিমানটির সন্ধানে সব বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিমানে থাকা কারও জীবিত ফেরার সম্ভাবনা নেই।”
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি তদন্ত করে দেখছে।