ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

    রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের ওপর উল্লেখযোগ্য পরিমাণে শুল্ক বৃদ্ধি করবেন তিনি।

    ট্রাম্প বলেন, “ভারত আমাদের ভালো বাণিজ্যিক মিত্র নয়। তারা আমাদের দেশ থেকে খুব একটা পণ্য আমদানি করে না, অথচ বিপুল পরিমাণে রপ্তানি করে। এজন্য আমরা এরইমধ্যে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে যেহেতু তারা রাশিয়ার তেল কিনছে, আমি এটি আরও বাড়াবো।”

    এর আগের দিন, সোমবার, ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ভারতের ওপর ২৫ শতাংশের অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। সে সময় তিনি অভিযোগ করেন, “যদিও রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তবুও ভারত তাদের কাছ থেকে তেল কিনছে। শুধু কিনছেই না, বরং সেই তেল খোলা বাজারে পুনরায় বিক্রি করে অধিক লাভ করছে।”

    এই হুমকির প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, দেশটির সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

    নিউজটি শেয়ার করুন

    রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

    আপডেট সময় ১২:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

    রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের ওপর উল্লেখযোগ্য পরিমাণে শুল্ক বৃদ্ধি করবেন তিনি।

    ট্রাম্প বলেন, “ভারত আমাদের ভালো বাণিজ্যিক মিত্র নয়। তারা আমাদের দেশ থেকে খুব একটা পণ্য আমদানি করে না, অথচ বিপুল পরিমাণে রপ্তানি করে। এজন্য আমরা এরইমধ্যে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে যেহেতু তারা রাশিয়ার তেল কিনছে, আমি এটি আরও বাড়াবো।”

    এর আগের দিন, সোমবার, ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ভারতের ওপর ২৫ শতাংশের অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। সে সময় তিনি অভিযোগ করেন, “যদিও রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তবুও ভারত তাদের কাছ থেকে তেল কিনছে। শুধু কিনছেই না, বরং সেই তেল খোলা বাজারে পুনরায় বিক্রি করে অধিক লাভ করছে।”

    এই হুমকির প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, দেশটির সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।