ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    রাশিয়া-ইউক্রেন নতুন শান্তি আলোচনায় বসছে বুধবার, আশাবাদী জেলেনস্কি

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    রাশিয়া ও ইউক্রেন আগামীকাল বুধবার তুরস্কের ইস্তাম্বুলে নতুন করে শান্তি আলোচনায় বসছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে দেওয়া নিয়মিত ভাষণে তিনি জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনায় বন্দিবিনিময় এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে তুরস্কে বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

    জেলেনস্কির এই শান্তি আলোচনার প্রস্তাব এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সেনাদের জন্য নতুন অস্ত্র সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।

    ইস্তাম্বুলের বৈঠক প্রসঙ্গে তুরস্ক সরকারের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আলোচনা হবে বুধবার, আর চলবে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত। গত মে ও জুন মাসেও একই জায়গায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা হয়েছিল, যদিও তখন যুদ্ধবিরতির বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

    এবারের আলোচনাও চলমান যুদ্ধে অবসান ঘটানোর আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছেন এবং দেশজুড়ে ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে, যা বেসামরিক হতাহতের সংখ্যা রেকর্ড মাত্রায় নিয়ে গেছে।

    তবে মস্কো এই আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়া–ইউক্রেন আলোচনা দু’দিনব্যাপী চলবে—বৃহস্পতিবার ও শুক্রবার। এদিকে, ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আলোচনায় বন্দিবিনিময় এবং জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনাও আলোচনার কেন্দ্রে থাকবে।

    অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “পুতিনের আচরণে আমি হতাশ, তবে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি।”

    যদিও শান্তি আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা নাকচ করে দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের জানান, “দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে এবং এখনো বহু কূটনৈতিক কাজ বাকি।” ফলে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

    নিউজটি শেয়ার করুন

    রাশিয়া-ইউক্রেন নতুন শান্তি আলোচনায় বসছে বুধবার, আশাবাদী জেলেনস্কি

    আপডেট সময় ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    রাশিয়া ও ইউক্রেন আগামীকাল বুধবার তুরস্কের ইস্তাম্বুলে নতুন করে শান্তি আলোচনায় বসছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে দেওয়া নিয়মিত ভাষণে তিনি জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনায় বন্দিবিনিময় এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে তুরস্কে বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

    জেলেনস্কির এই শান্তি আলোচনার প্রস্তাব এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সেনাদের জন্য নতুন অস্ত্র সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।

    ইস্তাম্বুলের বৈঠক প্রসঙ্গে তুরস্ক সরকারের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আলোচনা হবে বুধবার, আর চলবে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত। গত মে ও জুন মাসেও একই জায়গায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা হয়েছিল, যদিও তখন যুদ্ধবিরতির বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

    এবারের আলোচনাও চলমান যুদ্ধে অবসান ঘটানোর আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছেন এবং দেশজুড়ে ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে, যা বেসামরিক হতাহতের সংখ্যা রেকর্ড মাত্রায় নিয়ে গেছে।

    তবে মস্কো এই আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়া–ইউক্রেন আলোচনা দু’দিনব্যাপী চলবে—বৃহস্পতিবার ও শুক্রবার। এদিকে, ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আলোচনায় বন্দিবিনিময় এবং জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনাও আলোচনার কেন্দ্রে থাকবে।

    অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “পুতিনের আচরণে আমি হতাশ, তবে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি।”

    যদিও শান্তি আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা নাকচ করে দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের জানান, “দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে এবং এখনো বহু কূটনৈতিক কাজ বাকি।” ফলে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।