রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার

- আপডেট সময় ০৩:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সাবেক জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক এবং প্রায় ২০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রসিদের (এফডিআর) কাগজ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ওইসব চেক ও নথি উদ্ধার করা হয়।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে, যখন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় পাঁচ যুবক গিয়ে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন শাম্মী আহমেদ বাসায় না থাকায় তার স্বামীর কাছে এই দাবি জানানো হয়।
পরবর্তীতে চাঁদাবাজির অভিযুক্তরা প্রথম দফায় ওই বাসা থেকে ১০ লাখ টাকা নিয়ে যায় এবং কয়েকদিন পর আবারো গিয়ে স্বর্ণালংকার দাবি করে। তখন বাসার লোকজন পুলিশে খবর দিলে গুলশান থানা পুলিশ রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে থেকে আটক করে।
ঘটনার পর শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করা হয়। আসামিদের রিমান্ডে নিতে আবেদন জানায় পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে আসামিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই ঘটনায় রাজনৈতিক ছায়ায় থাকা একটি ছাত্র সংগঠনের নেতার সম্পৃক্ততা এবং তার বাসা থেকে বিপুল অঙ্কের চেক ও অর্থনৈতিক দলিল উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, এটি সংগঠিত চাঁদাবাজি চক্রের অংশ হতে পারে এবং আর্থিক লেনদেনের উৎস নিয়েও অনুসন্ধান শুরু হয়েছে।