ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, বগি উল্টে বেশ কয়েকজন আহত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

    ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং কয়েকজন আহত হন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময় স্টেশনেই থাকা লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কার করার উদ্দেশ্যে ওয়াশফিট লাইনের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই সিগন্যাল বিভ্রাটের কারণে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

    ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু মোস্তফা আলম জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভুল সিগন্যালের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

    দুর্ঘটনার পর থেকে ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    নিউজটি শেয়ার করুন

    লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, বগি উল্টে বেশ কয়েকজন আহত

    আপডেট সময় ০৪:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

    ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং কয়েকজন আহত হন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময় স্টেশনেই থাকা লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কার করার উদ্দেশ্যে ওয়াশফিট লাইনের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই সিগন্যাল বিভ্রাটের কারণে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

    ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু মোস্তফা আলম জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভুল সিগন্যালের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

    দুর্ঘটনার পর থেকে ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।