ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

    ডাকসু নির্বাচন ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে – শাহরিয়ার নাজিম জয়

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৩:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়ে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত। নানা ইস্যুতে অকপটে নিজের মতামত প্রকাশ করা তার স্বাভাবিক আচরণ।

    এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শ্রেণি নির্বিশেষে শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহী। এ তালিকায় আছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও।
    নিজের ফেসবুক পেজে জয় লিখেছেন, “ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়, এটি জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল—সবই ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।”

    জয় ছাড়াও অনেকে তাদের সোশ্যাল হ্যান্ডেলে ডাকসু নির্বাচনের বিষয়ে মন্তব্য করেছেন। কণ্ঠশিল্পী বেলাল খান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও কখনও ডাকসুতে ভোট দিতে পারেননি, এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “চলছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ছাত্রাবস্থায় কখনও ভোট দিতে পারিনি বলে আক্ষেপ আছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয় যোগ্য ছাত্রনেতাকেই নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।”

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে, যার মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি পদ এবং হল সংসদে ১৩টি পদ রয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

    নিউজটি শেয়ার করুন

    ডাকসু নির্বাচন ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে – শাহরিয়ার নাজিম জয়

    আপডেট সময় ০৩:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

    ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়ে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত। নানা ইস্যুতে অকপটে নিজের মতামত প্রকাশ করা তার স্বাভাবিক আচরণ।

    এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শ্রেণি নির্বিশেষে শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহী। এ তালিকায় আছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও।
    নিজের ফেসবুক পেজে জয় লিখেছেন, “ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়, এটি জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল—সবই ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।”

    জয় ছাড়াও অনেকে তাদের সোশ্যাল হ্যান্ডেলে ডাকসু নির্বাচনের বিষয়ে মন্তব্য করেছেন। কণ্ঠশিল্পী বেলাল খান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও কখনও ডাকসুতে ভোট দিতে পারেননি, এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “চলছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ছাত্রাবস্থায় কখনও ভোট দিতে পারিনি বলে আক্ষেপ আছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয় যোগ্য ছাত্রনেতাকেই নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।”

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে, যার মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি পদ এবং হল সংসদে ১৩টি পদ রয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।