শিক্ষাসচিব সিদ্দিক জুবাইর প্রত্যাহার

- আপডেট সময় ০৫:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষাপটে হঠাৎ করেই রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে থাকা বেশ কয়েকটি সরকারি গাড়ির কাঁচ ভাঙচুর করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত তিনটায় পরীক্ষার স্থগিতাদেশ জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেকেই সকালবেলা পরীক্ষার কেন্দ্রে গিয়ে জানতে পারেন, পরীক্ষা বাতিল হয়েছে। একজন শিক্ষার্থী বলেন, “গতকাল আমাদের সহপাঠীরা বিমান দুর্ঘটনায় মারা গেছে। অথচ রাত ৩টা পর্যন্ত কেউ জানে না পরীক্ষা হবে কি না। এরকম দায়িত্বজ্ঞানহীনতার দায় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মুহূর্তেই সচিবালয়ের আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি রোধে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় সচিবালয়ের চারপাশে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
এর আগে মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ঘটনাটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।