ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    শিশুপুত্রকে কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ: অস্ট্রেলিয়ার নারী সেনেটরের আবেগঘন মুহূর্ত ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৯:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন এক তরুণী মা। তাঁর শিশুপুত্র কখনো কোলে ছটফট করছে, কখনো আবার মাইকের সামনে আধো আধো স্বরে কথা বলছে। এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের পার্লামেন্ট থেকে।

    নবনির্বাচিত লেবার পার্টির সেনেটর করিন মুলহোল্যান্ড বৃহস্পতিবার রাতে পার্লামেন্টে তাঁর প্রথম বক্তৃতা দেন। সদ্য মা হওয়ায় সন্তানকে একা রেখে আসার বদলে সঙ্গে নিয়েই তিনি হাজির হন উচ্চকক্ষের অধিবেশনে। তাঁর কোলে ছিল সদ্যোজাত পুত্রসন্তান অগি। বক্তৃতা শুরুর আগে করিন সবার সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দেন এবং বলেন, এখন তার ঘুমের সময় এগিয়ে আসছে।

    কিন্তু অগি ঠিক ঘুমাতে যায়নি—সে মায়ের বক্তৃতার সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব ছন্দে আওয়াজ তুলে সাড়া দিতে থাকে। এই সময় পার্লামেন্টের এক সদস্য শিশুটিকে হাসিমুখে শান্ত করার চেষ্টা করেন। পুরো দৃশ্যটি ইনস্টাগ্রামে ‘এসবিএসনিউজ়_এইউ’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়, যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

    ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন করিন মুলহোল্যান্ডকে। একজন মন্তব্য করেন, “মনের জোর আর ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। তিনি সেটা চোখে আঙুল দিয়ে দেখালেন।” চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে কুইন্সল্যান্ড থেকে লেবার পার্টির টিকিটে জিতে আসেন করিন। নিজের মাতৃত্ব ও দায়িত্বের মাঝে কোনোটা থেকেই পিছিয়ে না গিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—এমনটাই মনে করছেন অনেকেই।

    এই ঘটনা আবারও প্রমাণ করল, নারীর কর্মজীবন ও মাতৃত্ব একসঙ্গে এগিয়ে নিতে চাইলে সমাজ ও কাঠামোকে বদলাতেই হবে, এবং তার শুরু হতে পারে এমন একটি সাহসী দৃশ্য থেকে।

    নিউজটি শেয়ার করুন

    শিশুপুত্রকে কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ: অস্ট্রেলিয়ার নারী সেনেটরের আবেগঘন মুহূর্ত ভাইরাল

    আপডেট সময় ০৯:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন এক তরুণী মা। তাঁর শিশুপুত্র কখনো কোলে ছটফট করছে, কখনো আবার মাইকের সামনে আধো আধো স্বরে কথা বলছে। এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের পার্লামেন্ট থেকে।

    নবনির্বাচিত লেবার পার্টির সেনেটর করিন মুলহোল্যান্ড বৃহস্পতিবার রাতে পার্লামেন্টে তাঁর প্রথম বক্তৃতা দেন। সদ্য মা হওয়ায় সন্তানকে একা রেখে আসার বদলে সঙ্গে নিয়েই তিনি হাজির হন উচ্চকক্ষের অধিবেশনে। তাঁর কোলে ছিল সদ্যোজাত পুত্রসন্তান অগি। বক্তৃতা শুরুর আগে করিন সবার সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দেন এবং বলেন, এখন তার ঘুমের সময় এগিয়ে আসছে।

    কিন্তু অগি ঠিক ঘুমাতে যায়নি—সে মায়ের বক্তৃতার সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব ছন্দে আওয়াজ তুলে সাড়া দিতে থাকে। এই সময় পার্লামেন্টের এক সদস্য শিশুটিকে হাসিমুখে শান্ত করার চেষ্টা করেন। পুরো দৃশ্যটি ইনস্টাগ্রামে ‘এসবিএসনিউজ়_এইউ’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়, যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

    ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন করিন মুলহোল্যান্ডকে। একজন মন্তব্য করেন, “মনের জোর আর ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। তিনি সেটা চোখে আঙুল দিয়ে দেখালেন।” চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে কুইন্সল্যান্ড থেকে লেবার পার্টির টিকিটে জিতে আসেন করিন। নিজের মাতৃত্ব ও দায়িত্বের মাঝে কোনোটা থেকেই পিছিয়ে না গিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—এমনটাই মনে করছেন অনেকেই।

    এই ঘটনা আবারও প্রমাণ করল, নারীর কর্মজীবন ও মাতৃত্ব একসঙ্গে এগিয়ে নিতে চাইলে সমাজ ও কাঠামোকে বদলাতেই হবে, এবং তার শুরু হতে পারে এমন একটি সাহসী দৃশ্য থেকে।