সতর্কবার্তা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

- আপডেট সময় ০৩:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের স্বাক্ষর ও অফিসিয়াল সিল নকল করে একজন ব্যক্তি সরকারি চাকরিতে তদবির করেছেন। বিষয়টি জানার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
মঙ্গলবার (১৫ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি জানান, তার স্বাক্ষর ও সিল জাল করে একজন একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য সুপারিশ করেছেন। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “আমার স্বাক্ষর ও সিল নকল করে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির তদবির নিয়ে গেছে একজন। এ ধরনের কাজ কেউ করলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “যদি কেউ আমার পরিচয় ব্যবহার করে তদবির বা সুপারিশ করে, সেটি বিশ্বাসযোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে কাউকেই এই এখতিয়ার বা অনুমতি দিইনি। কোনো বিষয়ে বক্তব্য থাকলে তা নির্ধারিত সরকারি চ্যানেল ও প্রক্রিয়ার মাধ্যমেই জানানো হবে।”
এই ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের একজন উপদেষ্টার পরিচয় ও স্বাক্ষর জাল করার অভিযোগে প্রশাসনিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।