সব দলের কাছে বৃহস্পতিবার খসড়া সনদ তুলে দেওয়া হবে : জাতীয় ঐকমত্য কমিশন

- আপডেট সময় ০৬:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সব দলের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য খসড়া সনদ প্রস্তুত করা হয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, “আজকের মধ্যে আমরা যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি, তার একটি তালিকা আজই সব দলের কাছে পৌঁছে দেওয়া হবে। আশা করছি, আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ তুলে দিতে পারব।
বুধবার বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার ২২তম বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়। বৈঠকের শুরুতেই আলী রিয়াজ তার বক্তব্যে আলোচনা গতিশীল করতে দলগুলোর সহায়তা কামনা করেন। তিনি বলেন, “আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছি। সিদ্ধান্ত গ্রহণের দিকটি গুরুত্বপূর্ণ এবং আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে আপনাদের অবহিত করতে।”
বৈঠকে আলোচনা করা হয় সাতটি মূল বিষয়ে—সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব (সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ), রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতি ও ইলেকটোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন ও এখতিয়ার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, এবং রাষ্ট্রের মূলনীতি।
আলী রিয়াজ জানান, সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে একটি লিখিত খসড়া অংশগ্রহণকারী দলগুলোর কাছে দেওয়া হবে। তিনি বলেন, “প্রাথমিকভাবে মৌলিক অধিকার সম্প্রসারণের নীতিগত অবস্থানে সব দল একমত হয়েছে। তবে সংবিধানে কোন ধরনের সংশোধন আনা হবে—তা নিয়ে এখনো কিছু মতভেদ রয়েছে।
বিএনপির পক্ষ থেকে দেওয়া সুপারিশ ও আপত্তিগুলো আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখছে।” তিনি আরও জানান, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত হয়নি। তবে এই বিষয়টি বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতি, সংসদে নারী প্রতিনিধিত্বসহ নানা অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। আজকের বৈঠকেও অংশগ্রহণকারী দলগুলো সক্রিয়ভাবে মতামত তুলে ধরে আলোচনাকে এগিয়ে নিয়েছে।
এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে আগামীকাল একটি খসড়া সনদ চূড়ান্তভাবে সব দলের কাছে তুলে দেওয়ার মাধ্যমে সংলাপকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।