সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের পোশাক নির্দেশনা প্রত্যাহার

- আপডেট সময় ০১:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
ব্যাপক সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য জারি করা পোশাক পরার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেশাদার ও মার্জিত পোশাক পরিধান সংক্রান্ত একটি পরামর্শমূলক আলোচনা বিভাগীয় সভায় গৃহীত হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং কোনো অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, “মিডিয়ার মাধ্যমে এই অভ্যন্তরীণ বিষয়টি বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর নির্দেশে বিষয়টি এই মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে।”
এর আগে, গত ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় নারী ও পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাকের গাইডলাইন নির্ধারণ করা হয়। নারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না পরার কথা বলা হয়, সেই সঙ্গে শর্ট স্লিভ বা ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি হিজাব বাধ্যতামূলক না হলেও, যারা পরবেন তাদের জন্য সাদামাটা রঙের হিজাব বেছে নিতে বলা হয়। পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্ট ও প্যান্ট বাধ্যতামূলক করা হয় এবং জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়।
এ নির্দেশনার আলোকে জানানো হয়েছিল, নির্দেশনা না মানলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই ব্যাংকের এমন পদক্ষেপের সমালোচনা করেন।
গতকাল এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিষ্ঠানিক ঐক্য, শালীনতা ও সাম্যের ভিত্তিতে সবাই যেন একইধরনের পোশাক পরে—এমন উদ্দেশ্যেই নির্দেশনাটি জারি করা হয়েছিল। তবে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তা আজই প্রত্যাহার করা হলো।